বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটে যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে মহান মে দিবস পালিত হয়েছে।দিবসটি পালন উপলক্ষ্যে বিকালে জেলা শ্রমিকলীগ অফিসে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন এবং জাতিরজনকের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে শ্রমিক সমাবেশ করেছে।
পরে শ্রমিক লীগের উদ্যোগে প্রায় এক কিলোমিটার দীর্ঘ বর্ণাঢ্য র্যালিটি বৃষ্টি উপেক্ষা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
বাগেরহাট জেলা শ্রমিক লীগ সভাপতি রেজাউর রহমান মন্টুর
সভাপতিত্বে মহান মে দিবসের শ্রমিক সমাবেশে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভূইয়া হেমায়েত উদ্দিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান,আওয়ামী লীগ নেতা মো. ফিরোজুল ইসলাম, শেখ বশিরুল ইসলাম, শেখ আক্তারুজামান বাচ্চু, জেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক খান আবু বকর, জেলা তাঁতীলীগের সভাপতি তালুকদার আব্দুল বাকী, সদর উপজেলা চেয়ারম্যান জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সাধারন সম্পাদক মীর জায়েসি আশরাফি জেমসসহ জেলা শ্রমিকলীগের নেতৃবৃন্দ।
মহান মে দিবস উপলক্ষে সকালে বাগেরহাট জেলা প্রশাসনের উদ্যোগে অতিরিক্ত জেলা প্রশাসক অরিবিন্দু বিশ্বাসের নেতৃত্ব একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিতে জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।