সর্দার বাদশা,নিজস্ব প্রতিবেদক || বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা ও মহনগর শাখার উদ্যোগে বিশ্ব গণমাধ্যম মুক্ত দিবস উপলক্ষে খুলনা শহীদ হাদিস পার্কে সাংবাদিক সমাবেশ ও র ্যলীর আয়োজন করা হয়। র্যালীটি শহীদ হাদিস পার্ক থেকে শুরু হয়ে নগর ভবন ও জেলা পরিষদ এর সামনে দিয়ে জেলা প্রশাসক এর কার্যালয়ের সামনে পথসভার মাধ্যমে শেষ হয়।
“জনস্বার্থে সাংবাদিকতা সাংবাদিকতায় নিরাপত্তা” এ শ্লোগানকে সামনে রেখে গতকাল বুধবার সকাল ১১ টায় খুলনা শহীদ হাদীস পার্কে র্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়। গতকাল ৩রা মে জাতিসংঘ ঘোষিত মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বব্যাপী সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা প্রতিষ্ঠার লক্ষে বাংলাদেশ প্রেসক্লাব খুলনা জেলা ও মহানগরী শাখার উদ্যোগে অনুষ্ঠিত এ সমাবেশ ও র ্যালীতে সভাপতিত্ব করেন সাংবাদিক মিয়া বদরুল আলম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন কে,এম,কামরুজ্জামান জুয়েল, সভাপতি বাংলাদেশ প্রেস ক্লাব, খুলনা বিভাগীয় কমিটি। উক্ত সমাবেশে বক্তব্য রাখেন সাংবাদিক শহিদুল ইসলাম শাহিন, ইমরান হোসেন সুমন, সরদার বাদশা, রেজওয়ান আকুঞ্জি রাজা, আলমগীর হোসেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনিরুল ইসলাম মোড়ল, খান মোঃ আতিকুর রহমান, নাজমুল হুদা, সোহেল জুনায়েদ সহ দিঘলিয়া, ফুলতলা, ডুমরীয়া, রূপসা, তেরখাদা, বটিয়াঘাটা উপজেলার, খুলনা জেলার ও মহানগর এর অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভায় বক্তারা বলেন ৭০ দশকের পর থেকে সারা বিশ্বে সাংবাদিকদের উপর যে অন্যায় অত্যাচার জুলুম চলছিলো তার প্রতিরোধে সাংবাদিকরা একত্রিত হয়ে প্রতিবাদ মূখর হয়ে ওঠে। যার ফলশ্রুতিতে ইউনেস্কো ও জাতিসংঘ এর সমন্নয়ে বৈঠকে বসে সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার্থে ১৯৯৩ সালে ৩রা মে সাংবাদিকদের বিশ্ব নুক্ত দিবস ঘোষণা করেন। সেই লক্ষে বাংলাদেশের সাংবাদিকগণ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলসহ সাংবাদিকদের সুরক্ষা ও মর্যাদা রক্ষার্থে সরকারকে অনুরোধ জানান। বক্তারা আরও বলেন কোনো প্রকার আইনের শিকল পড়িয়ে সাংবাদিকদের কলম থামিয়ে রাখা যাবেনা। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাংবাদিকরা আগেও যেমন আপোষ হীন ছিল ভবিষ্যতেও তেমনি থাকবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।