যশোর প্রতিনিধি || যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে বাসু কর্মকার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২০ জন।আজ বুধবার সকালে উপজেলার কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।নিহত বাসু কর্মকার ফরিদপুরের মধুখালী উপজেলার গোপালদী এলাকার মধু কর্মকারের ছেলে।
পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানায়,আজ সকালে যাত্রীভর্তি বাসটি যশোর থেকে ছেড়ে দ্রুতগতিতে মাগুরার দিকে যাচ্ছিল। সকাল সাড়ে ৭টার দিকে কোদালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে বাঁক নিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে বাসের একজন যাত্রী নিহত এবং প্রায় ২০ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত যাত্রীদের হাসপাতালে পাঠানো হলে একজনের মৃত্যু হয়। দুর্ঘটনাকবলিত বাসটি বারোবাজার হাইওয়ে থানা পুলিশের হেফাজতে রয়েছে।