প্রনয় দাস অভয়নগর প্রতিনিধি || যশোরের অভয়নগরে বীর মুক্তিযোদ্ধা সৈনিক মতিয়ার রহমানের রাষ্টিয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। ৪মে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে প্রেমবাগ ইউনিয়ন পালপাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে,বীর মুক্তিযোদ্ধা সৈনিক মতিয়ার রহমান(৭৫) ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩সন্তান সহ অসংখ্য আত্মীয়-স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
পরিবার সূত্রে জানা যায় গত ২৭এপ্রিল বৃহস্পতিবার চেঙ্গুটিয়া বাজারের রাস্তায় ইজিবাইকের সঙ্গে তিনি অ্যাক্সিডেন্ট করে, এ সময় স্হানীয়রা উদ্ধার করে তাকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক দেখা দিলে,কর্তব্যরত ডাক্তার তাকে যশোর রেফার্ড করে।তখন তার পরিবার তাকে নিয়ে যশোর ক্যান্টরনমেন্ট (CMH) হসপিটালে ভর্তি করেন।
রিপোর্টে জানা যায়,তার বুকের ডান পাশের একটি হাড় ভেঙে গেছে,পরবর্তীতে অবস্থা আরো খারাপ দেখা দিলে ডাক্তারের পরামর্শে,১দিনের লাইফ সাপোর্টে রাখার পর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় ৪মে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে তিনি মৃত্যুবরণ করেন।
মরহুমের ১ম জানাজার নামাজ বৃহস্পতিবার জোহরের নামাজ শেষে,চেঙ্গুটিয়া বাজারের কেন্দ্রীয় ঈদগাহে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা (গার্ড অফ অনার) প্রদানের মাধ্যমে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়।এ সময়ে উপস্থিত ছিলেন,উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেড থান্দার কামরিজ্জামান, অভয়নগর থানার ওসি তদন্ত মিলন কুমার মন্ডলের নেতৃত্বে ১দল চৌকশ পুলিশ সদস্য গার্ড অফ অনার প্রদান করেন।
এছাড়াও মরহুমের ২য় জানাজার নামাজ তার গ্রামের বাড়ি প্রেমবাগ ইউনিয়নের পালপাড়া গ্রামের টাটার মাঠে সেনাবাহিনীর পক্ষ থেকে, ক্যাপ্টেন ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে একদল সেনাবাহিনী রাষ্ট্রীয় মর্যাদা(গার্ড অফ অনার) প্রদান করে,পারিবারিক গোরস্থানে দাফন করেন।
এসময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলী আহম্মদ খাঁন,নওয়াপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর হোসেন তানু, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মফিজ উদ্দিন,বীর মুক্তিযোদ্ধা মুজিবর রহমান,বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন,বীর মুক্তিযোদ্ধা শামসের আলী খান,বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার,বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক,বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু,মহিলা ভাইস চেয়ারম্যান ডাঃ মিনারা পারভিন,নওয়াপাড়া প্রেসক্লাবের সদস্য সাংবাদিক জাকির হোসেন হৃদয়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইসহাক হোসেন,শিক্ষক ইলাহি বক্স,বিশিষ্ট ব্যবসায়ী দিরাজ তুল্লা মোল্ল্যা।
এছাড়াও উপস্থিত ছিলেন,শিক্ষক মাহবুবুর রহমান, প্রেমবাগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি,সরদার বাবুল আক্তার, সাধারণ সম্পাদক-শেখ রবিউল ইসলাম মিলন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি রেজা মোল্ল্যা, দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন,চেঙ্গুটিয়া কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম, মাওলানা শরিফুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।