মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || নড়াইলের লোহাগড়া উপজেলার শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতার ৩৭ তম অভিষেক বার্ষিকী অনুষ্ঠান ও ২৪ প্রহরব্যাপি মহানামযজ্ঞ অনুষ্ঠান আজ শুক্রবার থেকে শুরু হয়েছে।
এ উপলক্ষে লক্ষীপাশাস্থ শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গন সেজেছে অপরুপ সাজে। উৎসব উপলক্ষে গ্রহন করা হয়েছে নানা অনুষ্ঠানমালা। অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, মায়ের বিশেষ পুজা-অর্চনা,মতুয়া দলের আগমন,হরিধ্বনী সংকীর্তন,আলোচনা সভা ও প্রসাদ বিতরন।
আজ শুক্রবার সকাল ১০টায় অভিষেক বার্ষিকী অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মন্দির পরিচালনা পর্ষদের সভাপতি ও লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আজগর আলী। সন্ধ্যায় মহানামযজ্ঞ অনুষ্ঠানের উদ্বোধন করবেন নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সুবাস চন্দ্র বোস।
এ সময় মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য,সেবাইত শ্যামসুন্দর গোস্বামী,পঙ্কজ কুমার দাসসহ কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। শুক্রবার থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার পর্যন্ত অনুষ্ঠান চলবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।