মেহেদি হাসান নয়ন,বাগেরহাট || বাগেরহাটের রামপাল উপজেলার ওরাবুনিয়া গ্রামের ইলিয়াস শেখের ছেলে আবু হানিফ গত ৪ মে বৃহস্পতিবার গভির রাতে নদীতে তলিয়ে যাওয়া ব্যক্তির মরাদেহ টানা ২২ ঘন্টা তল্লাশি করে বাগেরহাট ফায়ার সার্ভিস,খুলানার ডুবুরি টিম অবশেষে নদী থেকে উদ্ধার করেছে।
আজ (৬মে) শনিবার দুপুর ১২ টায় বগুড়া ব্রিজ সংলগ্ন এলাকার রামপাল নদীর ঘোষিয়াখালী চ্যানেলের নিখোঁজ ভ্যান চালক আবু হানিফ নামের এক যুবককে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সর উপসহকারী পরিচালক মোহাম্মদ গোলাম সরোয়ার বলেন,আমারা ৪ মে বৃহস্পতিবার ভোর রাতে খরব পেয়ে ঘটনা স্থলে উপস্থিত ছুটে আছি এবং খুলনা ডুবুরি টিমকে খবর দিয়ে নিখোঁজ হানিফকে টানা ২২ ঘন্টা অভিযান চালিয়ে উদ্ধার করতে সক্ষম হয়েছি।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।