মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলার রনজিতের হুলা মৌজায় দাখিল মাদ্রাসার সামনে বটিয়াঘাটা-কোড়িয়া ঘাট সংলগ্ন পিচের রাস্তার নিচ দিয়ে উত্তর দক্ষিণ মুখে একটি খাল রয়েছে। উক্ত খাল দিয়ে এলাকাবাসীর পানি নিষ্কাশনের জন্য সরকারি কালভার্ট রয়েছে।ওই খাল সংলগ্ন মোঃ শাহা জালাল শেখ এর খরিদকৃত নিজের জায়গাও রয়েছে।উক্ত জায়গাসহ কালভার্টটি বন্ধ করে পাকা ঘর নির্মাণ করছেন একটি চক্র।
এব্যাপারে ভুক্তভোগী শাহাজাহান শেখ বাদি হয়ে উপজেলার রনজিতেরহুলা এলাকার মৃত আব্দুল হামিদের পুত্র শের আলী শেখের বিরুদ্ধে গত ৮ মে খুলনা এডিএম কোর্টে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নং ৩৪৭ /২০২৩। এছাড়াও বিবাদীর বিরুদ্ধে ভুক্তভোগী এলাকাবাসী গণস্বাক্ষরিত অভিযোগ জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর দায়ের করেছে।
অভিযোগে স্থানীয় সাধারণ মানুষ জানা গেছে,উক্ত কালভার্টটি বন্ধ হলে এলাকায় পানি নিষ্কাশন সম্পূর্ণ রূপে বন্ধ হয়ে যাবে ।বিশেষ করে বৃষ্টির মৌসুমে মানুেষর ঘরবাড়ি তলিয়ে কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টির আশঙ্কা রয়েছে।যার ফলে পরিবেশের ভারসাম্য হারিয়ে নানা ধরনের পানি বাহিত রোগ কবলে পরবে এঅঞ্চলের সাধারণ মানুষ।এব্যাপারে ভুক্তভোগী এলাকাবাসী সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।