মোঃ আলমগীর হোসেন,নড়াইল প্রতিনিধি || বিপুল উৎসাহ- উদ্দীপনা ও যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নড়াইলের লোহাগড়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দির প্রাঙ্গনে শনিবার ভোর ৬ টা থেকে ২৪ প্রহর ব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অত্র মন্দিরের প্রধান উপদেষ্টা, নড়াইল জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড.সুবাস চন্দ্র বোস।
কালিমাতা মন্দির পরিচালনা পর্ষদের কোষাধ্যক্ষ তপন বিশ্বাসের সভাপতিত্বে ও সহসম্পাদক রূপক মুখার্জির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মন্দির পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক শিব প্রসাদ ভট্টাচার্য, উপজেলা পুজা উদযাপন পর্ষদের সহ সভাপতি গৌতম দেওয়ান, উপজেলা পুজা উদযাপন পর্ষদের সাধারণ সম্পাদক পরীক্ষিত গোঁসাই, রনজিত টিকাদার, মহা নামযজ্ঞ অনুষ্ঠান উদযাপন পর্ষদের সদস্য সচিব প্রশান্ত ঘোষ, প্রচার ও প্রকাশনা সম্পাদক কাজল পাল, অমল কর্মকার, তাপস বিশ্বাস প্রমুখ।
আগামী মঙ্গলবার কুঞ্জ ভঙ্গের মাধ্যমে শেষ হবে তিনদিন ব্যাপী মহা নামযজ্ঞ অনুষ্ঠানের।
Leave a Reply