মুহাম্মাদ ফরহাদ মোল্লা,খুলনা প্রতিনিধি || রূপসায় এক লম্পটের বিরুদ্ধে চার বছরের এক শিশু কণ্যাকে বিকৃত যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার নৈহাটি ইউনিয়নের নিকলাপুর গ্রামের বাসিন্দা মৃত জহির শেখের পুত্র ভাঙ্গাড়ি মালের ফেরিওয়ালা শফিউল শেখ (৫০) শনপাঁপড়ীর লোভ দেখিয়ে ওই শিশুটিকে নির্জন ঘরে নিয়ে বিকৃত যৌনচার করে। ঘটনাটি ঘটেছে গত ১১ মে বৃহস্পতিবার সকাল দশটায় জহিরের বটতলা সংলগ্ন নিকলাপুর শফিউলের নিজ বাড়িতে। এ ব্যাপারে শিশুটির মা রূপসা থানায় লিখিত অভিযোগ করেছে।
লিখিত অভিযোগে জানা যায়,লম্পট শফিউল মেয়েটিকে ভাগ্নী বলে ডাকত। ঘটনার দিন মেয়েটির বাড়ি থেকে শনপাপড়ি খেতে দেয়ার লোভ দেখিয়ে মেয়েটিকে শফিউল তার বাড়িতে নিয়ে যায়। সেখানে নির্জন ঘরে নিয়ে সে মেয়েটির সাথে বিকৃত যৌন নির্যাতন চালায়। মেয়েটি কান্নাকাটি করলে শফিউল তাকে বিভিন্নভাবে ভয়-ভীতি প্রদর্শনসহ শারীরিকভাবে নির্যাতন করে। একপর্যায়ে মেয়েটিকে ছেড়ে দিলে মেয়েটি বাড়িতে গিয়ে তার মাকে সব ঘটনা বলে দেয়। পরে বাড়ির পুরুষ অভিভাবক এলে বিষয়টি এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় ব্যক্তিবর্গের নিকট জানায়। স্থানীয়ভাবে কোন বিচার না পেয়ে শিশুটির মা ১৩ মে দুপুরে রূপসা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
এবিষয় শিশুটির মা লম্পট শফিউলের দৃষ্টান্তমূলক শান্তি দাবি করেন। ৪ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আজিজ শেখ বলেন, শফিউল যে ঘটনা ঘটিয়েছে তা সত্যিই খুব ন্যাক্কারজনক। এর আগেও তার নামে এ ধরনের অভিযোগ রয়েছে। আমরা এলাকাবাসী এর উপযুক্ত শাস্তির দাবি করছি। স্থানীয় ইউপি সদস্য মাহফুজুর রহমান বলেন, শিশু কণ্যাটির সঙ্গে এ ধরনের ঘটনা নিন্দানীয়। যা মেনে নিতে খুবই কষ্ট হচ্ছে।
এদিকে বিষয়টি জানাজানি হলে শফিউল গা ঢাকা দেয়। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনায় এলাকাবাসীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।