পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন এর সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পলাশ কুমার মল্লিক,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর,উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা আক্তার,উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সজীব সাহা,পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র,পাঁজিয়া ইউপি চেয়ারম্যান জসীম উদ্দীন,মঙ্গলকোট ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের বিশ্বাস প্রমুখ।
ভোক্তা অধিকার সংরক্ষণে সকলকে সজাগ থাকতে হবে। কোন পণ্য কেনার সময় দাম ও তারিখ দেখে কিনতে হবে। কোথাও ভোক্তা অধিকার ক্ষুন্ন হলে প্রশাসনকে অবহিত করতে হবে। ভোক্তারা সচেতন হলে এই অধিকার সহজে বাস্তবায়ন হবে বলে সেমিনারে বক্তারা বলেন।