মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || উন্নয়ন ও সমৃতির অগ্রযাত্রায়,দেশ গড়বো সমাজ সেবায়।এই প্রতিপাদ্যকে সামনে রেখে সমাজসেবা অধিদপ্তর এর আওতায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির অংশ হিসেবে ২জন উপকার ভোগির মাঝে বিক্রয় সামগ্রীসহ দুটি ভ্রাম্যমান হস্তান্তর করেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার মোঃনুরুল আলম।অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ মাসুদুর রহমান,ইউনিয়ন সমন্বয়কারী তানিয়া বেগম,অলিয়ার রহমান,সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাধারণ জনগন।
বটিয়াঘাটা সমাজসেবা অফিসার মাসুদুর রহমান জানান, আমরা বটিয়াঘাটা উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার লক্ষ্যে একটি প্রকল্প হাতে নিয়েছি।ইতিমধ্যে আমরা দু জন উপকার উপকারভোগীর মাজে সমাজসেবা অধিদপ্তরের আওতায় ভ্রাম্যমান দোকান বিতরণ করা হয়েছে।২০২২-২০২৩ অর্থ বছরে আরো ৮ জন ভিক্ষুককে আমরা এ ধরনের সহযোগিতা করবো।পর্যায়ক্রমে বাকি ভিক্ষুকদের এ আওতায় আনা হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।