অতনু চৌধুরী (রাজু),বাগেরহাট জেলা প্রতিনিধি ||বাগেরহাটের মোল্লারহাটে পুকুর থেকে ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।আজ বুধবার (১৭ মে) সকালে উপজেলার গাংনী ইউনিয়নের জয়খা এলাকার মহাসড়কের পাশে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ইজিবাইক চালক শেখ জিয়াদ আলী (২৮) উপজেলার সারুলিয়া গ্রামের মোতালেব আলী শেখের ছেলে।
মোল্লাহাট থানা অফিসার ইনচার্জ শোমেন দাস ঘটনার জানান,স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে জয়খা এলাকায় সড়কের পাশে একটি পুকুর থেকে জিয়াদ আলী নামের ওই ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যাকান্ড নাকি অন্য কোন বিষয়ে সেটি তদন্ত করা হচ্ছে। নিহতের মরদেরদেহ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।