মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি ||মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের প্রতিটি গ্রামের ন্যায় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ফুলতলা,দেবীতলা ও বাদামতলা গ্রামে ১৯ মে তারিখে গণহত্যা সংগঠিত হয়।এ গণহত্যাটি সাধারণত স্থানীয় স্বাধীনতাবিরোধী গোষ্ঠী এবং পাকিস্তান সেনাবাহিনীর দ্বারা ঘটেছিল।
প্রায় তিন থেকে চার ঘন্টার এ গণহতপ্রায় দুই শতাধিক মানুষ মারা যায়।বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বটিয়াঘাটা উপজেলার ভাইচ চেয়ারম্যান নিতাই গাইন,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন মন্ডল,বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়,নগেন মন্ডল,সাংবাদিক মোঃ ইমরান হোসেন,অরুপ জদ্দার,অরবিন্দ মালদার,সমিরন তরপদার,কাতিক চন্দ্র মন্ডল,গনেশ বিস্বাস, প্রসন জিত মিস্ত্রি,সাধনা মিস্ত্রি,তীর্থ রায়,রবীন্দ্রনাথের ডালিসহ আরো অনেকে।অনুষ্ঠানটি পরিল্পনা সার্বিক তত্ত্বাবধান সঞ্চালনা করেন প্রকাশ চন্দ্র রায়।
Leave a Reply