মুন্সী মোয়াজ্জেম শালিখা,মাগুরা প্রতিনিধি || মাগুরাতে” স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে মাগুরাতে ভূমিসেবা সপ্তাহ ২০২৩ এর শুভ উদ্বোধন করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
গত সোমবার তিনি বেলুন উড়িয়ে ও ফিতা কেটে এ কর্মসূচীর উদ্বোধন করেন।এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়।গ্রাহকদের সেবা নিশ্চিত করতে জেলা প্রশাসকের কার্যালয়ের নীচে একটি “সেবা বুথ” স্থাপন করা হয়েছে। উক্ত “সেবা বুথ” টি ২২-২৮ মে ৭দিন অফিস চলাকালীন চালু থাকবে।
উক্ত “সেবা বুথ” থেকে নিম্নলিখিত সেবা সমূহ প্রদান করা হবেঃ
১। অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদানের লক্ষ্যে অনলাইনে রেজিস্ট্রেশন।
২। ই-নামজারির আবেদন গ্রহণ।
৩। নিষ্পত্তিকৃত এল এ কেসের ক্ষতিপূরণের চেক প্রদান।
৪। খতিয়ানের সার্টিফাইড কপি প্রাপ্তির আবেদন গ্রহণ এবং তা দ্রুততম সময়ের মধ্যে ডাক বিভাগের মাধ্যমে প্রেরণ।
৫। অনলাইনে মৌজা ম্যাপ ডাক বিভাগের মাধ্যমে সরবরাহ।
৬। সকল প্রকার ভূমি সেবা সংক্রান্ত হটলাইন নম্বর “১৬১২২” অবহিত করণ ।
৭। ভূমি সেবা ডিজিটালাইজেশন সর্ম্পকে ধারণা প্রদান।
Leave a Reply