রামপাল প্রতিনিধি || বাগেরহাটের রামপালে গাঁজা সহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে রামপাল থানা পুলিশ। বৃহস্পতিবার মধ্যরাতে রামপাল থানাধীন বাবুরবাড়ি নামক স্থান থেকে আল আমিন মোল্লা (২৮) কে ৪৫ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। সে মংলা উপজেলার বিদ্যারবাহন গ্রামের আব্দুল জলিল মোল্লার পূত্র ।
রামপাল থানা ওসি এসএম আশরাফুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই দীনেশ ঘোষ এর সঙ্গীয় ফোর্স সহ জানতে পারে বাবুরবাড়ি নামক স্থানে একটি মহল মাদক কেনাবেচা চলছে এমন সংবাদের ভিত্তিতে বাবুরবাড়িতে অবস্থান নেয়। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে বারোটায় একটি ব্যাটারি চালিত ভ্যান গাড়ি সন্দেহ ভাজন ভাবে তল্লাশি করতে চাইলে ভ্যান চালক রামপাল উপজেলার কাটামারী গ্রামের মৃত আফসার মল্লিকের পুত্র মোঃ শাহীন মল্লিক (৪০) ভ্যান গাড়ি রেখে পালিয়ে যায় । ওই গাড়ির যাত্রী আল আমিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের পর ৪৫ গ্রাম গাজা উদ্ধার ও ভ্যান জব্দ করা হয় । পরবর্তীতে দুজনের নামে মামলা দায়ের শেষে আটক আল আমিন মোল্লাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে ।
Leave a Reply