সরদার বাদশা,নিজস্ব প্রতিবেদক || অবশেষে ডুমুরিয়ার ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের আয়া পদে নিয়োগ স্থগতির জন্য দায়ের কৃত নিষেধাজ্ঞা মামলাটি খরিজ করে দিয়েছেন বিজ্ঞ আদালত। গত বুধবার (৩১মে) খুলনার সহকারী জজ আদালত ডুমুরিয়া খুলনা শুনানি শেষে মামলাটি খরিজ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন আদালত বেঞ্চ সহকারী সূত্রটি।
মামলা এবং সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে,সরকারি বিধি মোতাবেক ডুমুরিয়া উপজেলার ফারাহ মাধ্যমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির কর্মচারি নিয়োগের নিমিত্তে বিজ্ঞপ্তি জারি করেন বিদ্যালয় কতৃপক্ষ। এর মধ্যে আয়া ১টি পদের বিপরীতে ৭ জন প্রার্থী আবেদন করেন। নিয়মনীতি অনুসারণ পূর্বক নির্ধারিত সময়ে গঠিত নিয়োগ বোর্ড কতৃক সকল প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষার জন্য আহব্বান করেন। এতে আয়া পদে তিনজন প্রার্থী পরিক্ষায় অংশ গ্রহন করেন।পরিক্ষা নিরীক্ষা শেষে চুড়ান্ত ফলাফল প্রকাশের পর প্রথম স্থান অধিকারি মনিরা খাতুন নামের প্রার্থীকে নিয়োগ প্রদান করেন সংশ্লিষ্ট নিয়োগ বোর্ড।
কিন্তু এর মধ্যে পরাজিত প্রার্থী আসমা খাতুন নিয়োগ না পাওয়ায় উক্ত নিয়োগ স্থাগিত রাখতে তিনি নিজ বাদী হয়ে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল হালিমসহ নিয়োগ কমিটির সদস্যদের বিবাদী করে বিজ্ঞ আদালতে উক্ত পদের নিয়োগটি নিষেধাজ্ঞার জন্য মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৫০/২০২৩।আদালত বিষয়টি আমলে নিয়ে নথি পর্যালোচনা এবং শুনানি শেষে গত বুধবার (৩১মে) মামলাটি খারিজ করে দিয়েছেন।
এ বিষয়ে,বিবাদী পক্ষের আইনজীবী ও খুলনা আইনজীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ সাইফুল ইসলাম জানান, বাদীর দায়ের কৃত মামলায় অসংগতি পূর্ণ বক্তব্য থাকায় বিজ্ঞ আদালত শুনানী এবং নথি পর্যালোচনা করে মামলাটি খারিজ করে দিয়েছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।