খুলনার খবর || খুলনার পাইকগাছার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। চেয়ারম্যানের একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় স্থানীয় সরকার বিভাগ থেকে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার (২০ জুন) স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান সই করা এক প্রজ্ঞাপনে বরখাস্তের বিষয়টি জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কে বা কারা উপজেলার ৩ নম্বর লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের একটি আপত্তিকর ভিডিও ক্লিপ ডিজিটাল মাধ্যমে ছড়িয়ে দেয়। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ পদে আসীন থেকে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত হওয়া নৈতিকতা ও উক্ত পদের জন্য অবমাননাকর প্রতীয়মান হওয়ায় জেলা প্রশাসক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন। পরে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ আইনে চেয়ারম্যান কাজলকে সাময়িক বরখাস্ত করা হয়।
বরখাস্ত সংক্রান্ত প্রজ্ঞাপন পেয়েছেন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম বলেন, প্রজ্ঞাপন জারির পর থেকে চেয়ারম্যান কাজল সরকারি সুবিধা ভোগ করতে পারবেন। তবে তিনি ইউনিয়ন পরিষদের সবধরনের কর্মকাণ্ড থেকে নিজেকে বিরত রাখবেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।