1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কোস্টগার্ড এর যৌথ অভিযানে খুলনার রুপসা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ২ পিরোজপুরের ঐতিহ্যবাহী কুড়িআনা আমড়া’র আড়ৎ নওগাঁয় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দৈনিক ফলাফল পত্রিকার উপ সম্পাদকের দায়িত্ব পেলেন শাহবাজ জামান শার্শায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত তেরখাদা উপজেলায় যৌথ বাহিনীর আগমনে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে স্বস্তি উপকূলের লোনা পানির চিংড়ি চাষ কৃষিতে গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় একটি খাত নড়াইলে মাশরাফীসহ আ.লীগের ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নওগাঁয় উনিশ-কুড়ি সংগঠনের নানামুখী উন্নয়ন কর্ম অনির্বাণ লাইব্রেরির স্বেচ্ছাসেবক টিমের আয়োজনে মানব পাচার রোধে মতবিনিময় সভা স্ব-পদে ফিরলেন খুলনার আবুনা‌সের হাসপাতালের প্রশাঃ কর্মকর্তা ওয়া‌হিদুজ্জামান শিল্পপতি আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন নড়াইলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত ৩,আহত ১ পাইকগাছায় দেলুটির ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত নড়াইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২ ভাই নিহত, আহত ৫ ৬ দিন পর খোঁজ মিলেছে নিখোঁজ কদরুল হাসানের দিঘলিয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে বিএনপির নতুন কমিটি গঠন; মুস্তাক সভাপতি-ইউসুফ সাঃ সম্পাদক কেশবপুর নিউজ ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১৩ই সেপ্টেম্বর দৌলতপুরে ইসলামী আন্দোলন এর গণসমাবেশ

সুন্দরবনে বাঘের আক্রমণে নিহতের ঘটনায় মিথ্যা মামলা ; সংবাদ কর্মীকে গ্রেফতারের প্রতিবাদ ও মুক্তির দাবিতে মানববন্ধন

  • প্রকাশিত : রবিবার, ২৫ জুন, ২০২৩
  • ১৫০ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর প্রতিনিধি || সুন্দরবনে মধু আহরণ করতে গিয়ে মৌয়াল আবু নেছার মন্টুর নিখোঁজ হওয়ার ঘটনায় দায়েরকৃত মামলায় গ্রেফতার সাংবাদিক মিজানুর রহমানের মুক্তিসহ হয়রানিমূলক এই মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জুন) সাতক্ষীরার শ্যামনগর উপজেলার দ্বীপ ইউনিয়ন গাবুরার ডুমুরিয়া খেয়াঘাটে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এলাকাবাসী আয়োজিত এই মানববন্ধনে স্থানীয় বনজীবী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ নানা শ্রেণী ও পেশার মানুষ অংশ নেন।

মিজানুর রহমান সাতক্ষীরার দৈনিক পত্রদূতের স্থানীয় প্রতিনিধি। মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনে প্রবেশের প্রায় দুই সপ্তাহ পর তালপট্টি এলাকা থেকে আবু নেছার মন্টুকে বাঘে ধরে নিয়ে যায়। সেসময় বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘটনাটি বেশ গুরুত্ব সহকারে প্রচার করা হয়। দুর্গম এলাকা হওয়ার পাশাপাশি চার-পাঁচ দিন ধরে অভুক্ত সহযোগী মৌয়ালরা অসুস্থ হয়ে পড়ায় তারা আক্রমণকারী বাঘের পিছু নিতে না পেরে লোকালয়ে ফিরে আসে। এজন্য মন্টুর মরদেহ উদ্ধার করা সম্ভব হয়নি। বিষয়টি বনবিভাগসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা অবহিত হওয়া সত্ত্বেও প্রায় ৮ সপ্তাহ পর উদ্দেশ্যমূলকভাবে মিথ্যা মামলা করা হয়েছে।

বক্তারা অভিযোগ করে বলেন, পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে মন্টুকে বাঘে আক্রমণের সুযোগকে কাজে লাগাতে তৎপর হয়ে উঠেছে স্থানীয় একটি মহল। ষড়যন্ত্রের অংশ হিসেবে নিখোঁজ মৌয়ালের স্ত্রী সন্তানদের পাশ কাটিয়ে এক দশক ধরে এলাকার বাইরে বসবাসরত মন্টুর বিমাতা ভাইকে মামলার বাদি করা হয়েছে। এছাড়া স্থানীয় গাবুরা ইউপি সদস্য আবিয়ার রহমানের ঘনিষ্ঠজন হওয়ার পাশাপাশি নানা সময়ে সংবাদ প্রকাশের ঘটনায় আগে থেকে ক্ষুব্ধ থাকার জেরে সাংবাদিক মিজানুর রহমানকে ঐ মামলায় আসামি করা হয়। কিন্তু মিজানুর রহমানের সুন্দরবনকেন্দ্রিক কোনো ব্যবসা-বাণিজ্য নেই, তিনি দাদন দিয়ে কাউকে সুন্দরবনেও পাঠান না।

টানা বৃষ্টি ও কাঁদা উপেক্ষা করে মানববন্ধনে
অংশগ্রহণকারীরা হয়রানিমূলক এই মামলায় গ্রেফতার সাংবাদিক মিজানুর রহমানকে দ্রুত মুক্তির দাবি জানান।

এছাড়া নিখোঁজ মৌয়ালের সহকর্মী ও স্ত্রী-সন্তানদের সাথে কথা বলে মামলার সত্যতা নিশ্চিতে অধিকতর তদন্ত দাবি জানান।মানববন্ধনে অংশ নিয়ে নিখোঁজ মৌয়ালের স্ত্রী সফিরণ বেগম ও ছেলে বাবু হোসেন জানান, সম্প্রতি রেকর্ড হওয়া মামলাটি মিথ্যা ও হয়রানিমূলক। আমাদের কোনো অভিযোগ নেই। মামলা তো আমাদের করার কথা। যিনি মামলা করেছেন, তিনি এখন আমাদের হুমকি ধামকি দিচ্ছেন। মিথ্যা সাক্ষ্য দিতে বলছেন। আমাদের বাড়িছাড়া করার হুমকি দিচ্ছেন।

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, গ্রেফতার হওয়া সাংবাদিক মিজানুর রহমানের মেয়ে ৫ম শ্রেণীর ছাত্রী মাহিমা সুলতানা মিম, স্ত্রী আনোয়ারা আক্তার, উপকূলীয় প্রেসক্লাবের সভাপতি আব্দুল হালিম, নিখোঁজ মন্টুর সহকর্মী মৌয়াল আবু মুছা, আবুল কাশেম, আব্দুল মজিদ গাজী, মিন্নাত হোসেন, মাকসুদুল মোল্যা প্রমুখ।

প্রসঙ্গত, গত ১ এপ্রিল নয় সহকর্মীর সাথে সুন্দরবনে মধু কাটতে যায় শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের চকবারা গ্রামের মোঃ সাহাবুদ্দীন গাজী ওরফে সাবুদ আলীর ছেলে আবু নেছার মন্টু। এক পর্যায়ে তারা সুন্দরবনের ভারতীয় অংশে প্রবেশের পর ১৬ এপ্রিল বিএসএফসহ সেখানকার বনরক্ষীদের ধাওয়ার মুখে মধু ও নৌকাসহ যাবতীয় সরঞ্জাম ফেলে পালিয়ে আসে। অভুক্ত অবস্থায় চার-পাঁচ দিন ধরে নদী সাঁতরে ও পায়ে হেঁটে সুন্দরবনের তালপট্টি পৌঁছে বিশ্রামের সময় আবু নেছার মন্টুকে বাঘে নিয়ে যায়। পরবর্তীতে আরও দু’দিন পথে কাটিয়ে ১৯ এপ্রিল বাকি মৌয়ালরা লোকালয়ে ফিরলে তাদের সহযোগী মৌয়াল আবু নেছার মন্টুকে বাঘে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে।

সেসময় সহকর্মী মৌয়ালদের বরাত দিয়ে মন্টুকে বাঘে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।