ঝিনাইদহ প্রতিনিধি || ঝিনাইদহের শৈলকুপায় সেচখাল থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার ভগবাননগর গ্রামের মাঠের খাল থেকে ইদ্রিস আলী নামের ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।নিহত ইদ্রিস আলী উপজেলার ভগবাননগর গ্রামের মৃত সানারুদ্দিনের ছেলে ।
ফুলহরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আওলাদ হোসেন জানান, সকালে সেচ খালে পাটজাগ দিতে গিয়ে গলায় গামছা পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।পরে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার (২১ জুলাই)সন্ধ্যায় বাড়ি থেকে বের হয় ইদ্রিস আলী। এরপর রাতে আর কেউ তাকে খুজে পায়নি। পরে সকালে ভগবান নগর গ্রামের সেচ খালে পাট পচাতে গিয়ে এক কৃষক তার মৃতদেহ দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরে পরিবার ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইদ্রিস আলীর মৃতদেহ উদ্ধার করে
এ তথ্য নিশ্চিত করেন শৈলকূপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।