1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১১:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
জাতীয় শোক দিবস; লোহাগড়ায় শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালিমাতা মন্দিরে বিশেষ প্রার্থনা লোহাগড়ায় ইজিবাইক দুর্ঘটনায় আহত চালক রেজাউল শিকদার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন নড়াইলে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা ছাত্রলীগ নেতার বাগেরহাট পৌরসভার জনগণের প্রতি দায়িত্বশীল মনোভাব ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে হবে- প্রশাসক মোঃ ফকরুল হাসান  তেরখাদা উপজেলায় ব্র্যাকের আয়োজনে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত দিঘলিয়ায় গ্রামপুলিশের মৃত্যুতে বাংলাদেশ গ্রাম পুলিশের শোক  দিঘলিয়ায় বিএনপি নেতার মৃত্যুতে শোক পাইকগাছায় অসহায় মানুষের পাশে ‘ইউনিভার্সাল এমিটি ফাউন্ডেশন’ যশোরে বাকী টাকা চাইতে গিয়ে প্রাণ হারালেন আবু বক্কার খুলনা ১৬ নং ওয়ার্ডে ইসলামী আন্দোলনের কাউন্সিলর প্রার্থী মাওঃ ইকবাল মাহমুদ শিশুদের কষ্ট সহ্য করতে পারিনি, তাই রক্ত দিতে চলে এসেছি’: তৃতীয় লিঙ্গ সম্প্রদায় শাসনের নামে অনেক শোষণ দেখেছি, আমরা সৎ শাসক চাই কোরআনের শাসন চাই – পথসভায় ডা. শফিকুর রহমান মাইলস্টোন শিক্ষার্থীদের ৬ দফা দাবি মেনে নেওয়া হয়েছে নানা অভিযোগে দইচকে সাংবাদিক ইউনিয়ন যশোরের পক্ষথেকে সাময়িক বহিস্কার মোল্লাহাটে হিলফুল ফুজুল যুব সংঘের উদ্যোগে ঝুঁকিপূর্ণ স্থানে লাল পতাকা টাঙিয়ে সতর্ক করেছে যশোরে নাশকতার মামলায় আওয়ামী লীগের তিন কর্মী আটক তারেক রহমান গণতন্ত্রের ধ্র“বতারা , তাকে দেখে জুলাই-আগস্টের আন্দোলন বেগবান হয়েছে লোহাগড়ায় ডোবা থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধার লাশ উদ্ধার  দ্রুত নির্বাচন না দিলে দেশে একটা সংকট তৈরি হবে: ড. ফরিদুজ্জামান ফরহাদ বিমান বিধ্বস্তের ঘটনায় আজ রাষ্ট্রীয় শোক

চিতলমারীতে ঐতিহ্যবাহী ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৭৩ বার শেয়ার হয়েছে

মিরাজুল শেখ,বাগেরহাট || শহরের কোলাহল থেকে একটু শান্তির পরশ আর বিনোদন পেতে (২৪ জুলাই) সোমবার বিকালে বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের শামসুল উলুম খাদেমুল ইসলাম ঘোলা মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন চরপাড়া ডাঙ্গায় আসতে শুরু করেন বিনোদনপ্রেমীরা। কেউবা হেঁটে, কেউবা সাইকেলে বা মোটরসাইকেলে। উদ্দেশ্য বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য ঘুড়ি ওড়ানো প্রতিযোগিতা দেখা। আর অপরকে বিনোদন দিতে বিভিন্ন ধরনের ঘুড়ি নিয়ে হাজির হয়েছিলেন নানা বয়সি মানুষ।

বউ, চিলা,পতেঙ্গা,ঢেপস, ঈগল,কাঠাম,জের,প্লেন,দরজা,চাঁনগুদাম প্রায় ১০ ধরনের রংবেরংয়ের ঘুড়ি নিয়ে প্রতিযোগিতায় অংশ নেন প্রতিযোগীরা। হাওয়ায় ভেসে থাকা ঘুড়ি সবার ওপড়ে ওঠানোর লড়াই চলে সন্ধা পর্যন্ত। ১ ক্যাটেগড়িতে হয় প্রতিযোগিতা। বিকালের আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার শামসুল উলুম খাদেমুল ইসলাম ঘোলা মাদ্রাসা ও এতিমখানা সংলগ্ন চরপাড়া ডাঙ্গায় এ প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবসমাজ।

বিকালভর চলা এই প্রতিযোগিতায় চিতলমারী বিভিন্ন ইউনিয়ন থেকে আসা অর্ধশতাধিক ব্যক্তি তাদের ঘুড়ি নিয়ে অংশ নেন। সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। মনোমুগ্ধকর ঘুড়ি ওড়ানোর প্রতিযোগিতায় অংশ নিতে ও দেখতে মাঠে ভিড় করে নানা বয়সি মানুষ। প্রতিবছর এ ধরনের আয়োজন করার দাবি জানান তারা।

প্রতিযোগিতায় প্রথম হন হিজলার আয়ুব আলী মোল্লা, দ্বিতীয় হন কলাতলার রাহুল মোল্লা ও তৃতীয় হন নালিয়ার আতিয়ার শেখ।

ঘুড়ি ওরানো দেখতে যাওয়া ব্যবসায়ী ইসকেনদার শেখ জানান, ঘুড়ি ওড়ানোর খবর পেয়ে দেখতে এসেছেন। ছোটবেলায় গ্রামে এ প্রতিযোগিতা দেখেছেন। অনেক দিন পর এ প্রতিযোগিতা দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিবপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের মেম্বার আতিয়ার রহমান জানান, গ্রামবাংলার ঐতিহ্যবাহী এ প্রতিযোগিতা দেখে খুবই আনন্দিত তিনি। প্রতিবছর এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা উচিত, যেন বর্তমান প্রজন্মের বাংলার ঐতিহ্য সম্পর্কে ধারণা পায়।নিজে আনন্দ পাওয়া আর অন্যকে আনন্দ দেওয়ার উদ্দেশ্যেই এ প্রতিযোগিতায় অংশ নেওয়া বলে জানালেন অংশগ্রহণকারীরা।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিবপুর গ্রামের দাউত আলী শিকদার জানান, ছোটবেলা থেকেই গ্রামের মাঠে ঘুড়ি উড়িয়েছেন। যেখানেই এ প্রতিযোগিতায় হয় সেখানেই যান। তবে পুরস্কার জেতা মূল উদ্দেশ্য নয়। তিনি আনন্দ পান ঘুড়ি উড়িয়ে অন্যদের আনন্দ দিতে।

আয়োজকদের একজন আবদুল্লা শেখ জানান, হারানো ঐতিহ্যকে ধরে রাখতে আর তা বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরতেই এ আয়োজন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।