মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা উপজেলা প্রতিনিধি || খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের সাচিবুনিয়া রেললাইন নিকটস্থ এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মারামারি ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। উক্ত ঘটনায় গত ২ আগস্ট বুধবার প্রিটর গোলদার বটিয়াঘাটা থানায় মামলা করেন।
ভুক্তভোগী ও মামলার সুত্রে জানা যায়,জমিজমা সংক্রান্তের জের ধরে খুলনা মহানগরীর সাবেক শিবিরের সভাপতি সন্ত্রাসী এনামুলের নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী বাহিনী প্রিটর গোলদার এর বাড়িতে ঢুকে প্রকাশ্য হামলা করে ও তান্ডব চালায়। ঘরের ভিতরে থাকা সকল মালামাল সহ আসবাবপত্রে ব্যাপক ক্ষতিসাধন করে।
গোলদার বলেন,আমার পিতা মৃত হরবিলাশ গোলদার নিম্ন তফশীল বর্নিত সম্পত্তি এস এ রেকর্ডীয় মালিক থাকা অবস্থায় উক্ত সম্পত্তি অর্পিত সম্পত্তির তালিকায় চলে যায়। অর্পিত সম্পত্তি অবমুক্ত করার জন্য বিজ্ঞ আদালতে মামলা করা হয়। আদালতে মামলা চলমান থাকা অবস্থায় ডিপি লীজ কেস নং-১৬/৮০-৮১,বাংলা ১৪০১ হইতে ১৪৩০ সাল পর্যন্ত বটিয়াঘাটা ভূমি অফিস থেকে ডিসি আর সূত্রে প্রাপ্ত হয়ে বর্তমানে ভোগ দখলে আছি আমরা। হামলাকারিরা আমাদের উক্ত জমি অবৈধ ভাবে দখল নেওয়ার জন্য পায়তারা সহ আমাকে বিভিন্ন সময় ভয়ভীতিসহ জীবন নাশের হুমকি দিয়ে আসছিল। তারই জের ধরে ঘটনার দিন প্রকাশ্য দিবালকে ফিল্ম স্টাইলে সন্ত্রাসীরা আমাদের বাড়িতে আসে। তারা রাম দা,লোহার রড,লোহার কুড়াল,লোহার হাতুড়ী,বাঁশের লাঠী ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে আমাদের জমিতে প্রবেশ করে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং কাজ করতে নিষেধ করে। আমি তাদের গালিগালাজ করতে নিষেধ করলে তারা আমাকেসহ আমার পরিবারের অন্যান্য সদস্যদের মারপিট করে গুরুত্বর জখম এবং বাড়িঘর ভাংচুর করে।
সন্ত্রাসীদের হামলায় গুরুত্বর আহত হয় বিনয় কৃষ্ণ গোলদার। সন্ত্রাসীরা সাংবাদিক শিশির মল্লিক এর বাড়িতে হামলা চালিয়ে ঘরের ভিতরে থাকা মালামার ভাংচুর করেছে বলে অভিযোগ করেন শিশির মল্লিক।ভুক্তভোগীদের অভিযোগ সন্ত্রাসীরা বাড়িঘরের যেসব আসবাবপত্র ভাংচুর করেছে তার আনুমানিক মুল্য প্রায় ১০ থেকে ১৫ লাক্ষ টাকা। পরে প্রিটর গোলদার বাদি হয়ে কৃষ্ণ দাস গোলদার (৫৫),এনামুল হক (৪৮),সাদ্দাম (২৮),মোঃ ইদ্রিস (৩৫),ইমতিয়াজ শেখ রনি (৩২),গৌতম গোলদার (৩২)সহ অজ্ঞাত নামা ২৪/২৫ জনকে আসামি করে বটিয়াঘাটা থানায় মামলা করেন। মামলা নং- ০২ তারিখ ০২/০৮/২৩। বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত কবীর বলেন,উক্ত ঘটনায় মামলা হয়েছে। একজন আটক হয়েছে। বাকিদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।