1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শুক্রবার, ০৯ মে ২০২৫, ১১:০৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
যশোরে রাজপথে আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচী পালিত দ্রুত সিদ্ধান্ত না এলে আবারও ‘মার্চ টু ঢাকা’ : নাহিদ ইসলাম দিঘলিয়ায় জাতীয় নাগরিক পার্টির উপজেলা কার্যালয় উদ্বোধন চৌদ্দগ্রামে ঘুষ নেওয়ার অভিযোগে ভূমি কর্মকর্তা ও কর্মচারী বরখাস্ত মাদক প্রতিরোধে খুলনা মহানগর বিএনপির ৪দিনের কর্মসুচি ঘোষনা আ.লীগ নিষিদ্ধের দাবিতে নগরীর শিববাড়িতে ব্লকেড ও অবস্থান কর্মসূচি গভীর রাতে শিবির সভাপতির পোস্ট; বললেন, জুলাইকে হারতে দেব না চতুর্থ দফায় বাড়লো সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অসহনীয় তাপপ্রবাহ! বয়ে চলেছে ৪৫ জেলায় জুলাই চলবে’, যমুনার পথে – সারজিস আওয়ামী লীগের বিষয়ে আজ রাতেই ফয়সালা হতে হবে – নাহিদ ইসলাম দৌলতপুরে অগ্নিকান্ডে দগ্ধ পরিবারের দায়িত্ব নিলেন বিএনপি নেতা বকুল আ. লীগকে নিষিদ্ধ না করার পর্যন্ত কেউ যমুনার সামনে থেকে ওঠবে না আওয়ামীলীগ নিষিদ্ধের সম্ভাবনা জানিয়ে যে বার্তা দিলেন-আসিফ নজরুল নি ষি দ্ধ হতে যাচ্ছে আওয়ামীলীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী উল্লেখ করে সংবাদ প্রকাশ , খুলনায় পত্রিকা অফিসে আগুন আ’লীগ নিষিদ্ধের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচী – হাসনাতের দিঘলিয়ায় জাতীয় যক্ষ্মা নিয়ন্ত্রণ কর্মসূচী বিষয়ক ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত কয়রায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির দ্বি-মাসিক সভা কেশবপুরের সাতবাড়িয়া মূল তন্ত্তবায় সমবায় সমিতি লিঃ-এর নির্বাচন সম্পন্ন

বাগেরহাটে তালিম-সালাম গ্রুপিংয়ের অবসান ; ঐক্যবদ্ধ হয়ে বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী পালন

  • প্রকাশিত : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৪৯ বার শেয়ার হয়েছে

কামরুজ্জামান শিমুল,বাগেরহাট প্রতিনিধি || সকল গ্রুপিংয়ের অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ ভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে বাগেরহাট জেলা বিএনপি। কর্মসূচি পালন উপলক্ষে পহেলা সেপ্টেম্বর শুক্রবার বাগেরহাট জেলা বিএনপি অফিস থানার মোড়ে বিএনপি ও সকল অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন। তালিম-সালামকে একই মঞ্চে দেখে বেশ উজ্জীবিত দেখা গেছে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং সমর্থকদের।

বিএনপি’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বেলা ১১ টায় শুরু হওয়া আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহবায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অধ্যাপক হাদিউজ্জামান হিরো।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, যুগ্ম আহ্বায়ক শমসের আলী মোহন, লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম, সদস্য সচিব মোজাফফর রহমান আলম, জেলা বিএনপির সদস্য ইঞ্জিনিয়ার মাসুদ রানা, ব্যারিস্টার শেখ মোঃ জাকির হোসেন, শেখ শাহেদ আলী রবি, সৈয়দ নাসির আহমেদ মালেক, মনিরুল হক ফারাজি, এডভোকেট ফারহানা নিপা, অ্যাডভোকেট মিজানুর রহমান, জেলা যুবদলের সহ-সভাপতি নাজমুল ইসলাম, মহিলা দলের সভানেত্রী শহিদা আক্তার, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জাহিদুল ইসলাম শান্ত, কৃষক দলের আহ্বায়ক আসাফুদ্দৌলা জুয়েল, ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী সাদ্দাম দ্বীপ। তাতি দলের সদস্য সচিব জিল্লুর রহমান, জাসাসের সাধারণ সম্পাদক নার্গিস আক্তার লুনা, মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক হারুন শেখ।

এ সময় আরো উপস্থিত ছিলেন,বিএনপি নেতা এসকেন্দার হোসেন, হাফিজুর রহমান তুহিন, হাজরা আসাদুল ইসলাম পান্না, মমিনুল হক টুলু বিশ্বাস, খান মতিয়ার রহমান, আবুল কালাম আজাদ বুলু, মাহবুবুর রহমান মানিক,কাজী জাহিদুল ইসলাম, ওবায়দুল ইসলাম জুয়েল,তৌহিদুল ইসলাম, মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার ইভা, বিএনপি নেতা মল্লিক মোবাশ্বের হোসেন রুবেল,আইয়ুব আলী মোল্লা বাবু,এডভোকেট সাজ্জাদ হোসেন,কাজী মনজুর রহমান, এডভোকেট শিকদার ইমরান হোসেনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

নেতৃবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, বাগেরহাট জেলা বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী তালিম-সালাম গ্রুপের অবসান চাই। সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে বাগেরহাট জেলা বিএনপি আজ এক প্লাটফর্মে অনুষ্ঠান করছে। দেখতে খুব সুন্দর লাগছে। এভাবে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে। বিএনপি জনগণের জন্য ভোটের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন করছে। নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংক লুটপাট, টাকা পাচার রোধে ব্যর্থ এই সরকারকে অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানান।

এর আগে সকাল দশটায় বাগেরহাট জেলা বিএনপি অফিস থানার মোড়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করে কবুতর ও বেলুন উড়িয়ে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।