অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট প্রতিনিধি || বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় অফিসিয়াল পরিবহন নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোংলা ভিআইপি লাগেজ কোম্পানির প্রোডাকশন ম্যানেজার অনুপম পাল (৪৫) নিহত হয়েছেন।
নিহত অনুপম পাল উপজেলার মানসা পালপাড়া গ্রামের চিত্ত রঞ্জন পালের ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার জানান,বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে অনুপম পাল অন্য সহকর্মিদের সাথে অফিসিয়াল পরিবহন করে খুলনা থেকে মোংলা যাচ্ছিলেন। খুলনা-মোংলা মহাসড়কের ফকিরহাট উপজেলার লখপুর এলাকায় পৌছালে পরিবহনটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে অনুপম পাল গুরুত্বর আহত হন। সহকর্মিরা তাকে উদ্ধার করে খুলনা সিটি মেডিকেল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। সেখানে বেলা ১১টার দিকে চিকিৎিসাধিন অবস্থায় মারা যান তিনি।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।