রায়হান শরিফ সাব্বির, ঢাকা || ২৪/০৯/২০২৩
শিখো ডটকমের নিখোঁজ কর্মকর্তা তাওসিফ জাওয়াদ আহমেদের খোঁজ পাওয়া গেছে।পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর থেকে তাঁকে উদ্ধার করেছে ।তিনি বর্তমানে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আওলাদ হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন,তাওসিফকে সন্দেহজনকভাবে যশোরে উদভ্রান্তের মতো ঘুরতে দেখেন পিবিআই সদস্যরা। তাঁকে উদ্ধার করে শনিবার সকালে যশোর মেডিকেলে ভর্তি করেন তাঁরা। পরে জিজ্ঞাসাবাদে পিবিআই জানতে পারে, হাসপাতালে ভর্তি ওই ব্যক্তিই তাওসিফ।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন,তাওসিফের পরিচয় শনাক্তের পর তিনি তাওসিফের পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। তিনি কীভাবে যশোরে গেলেন,তা জানার চেষ্টা চলছে।
১২ সেপ্টেম্বর তাওসিফ নিখোঁজ হন। এ ঘটনায় তাঁর বোন তানজিলা আহমেদ হাতিরঝিল থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তানজিনা আহমেদ জানান,তাওসিফ শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো ডটকমে’ চাকরি করেন। মা–বাবাসহ তাঁরা রাজধানীর রামপুরায় একটি ভাড়া বাসায় থাকেন।
তানজিলা আরো বলেন,গত ১২ সেপ্টেম্বর রাত নয়টায় অফিস শেষে বাসায় ফেরেন তাওসিফ। এরপর এটিএম বুথ থেকে টাকা তোলার জন্য বাসার নিচে যান। রাত ১১টার দিকেও না ফিরলে তাওসিফের মুঠোফোনে কল দেন তিনি। তবে বন্ধ পাওয়া যায়। এর পর থেকে তাঁর ভাইয়ে খোঁজ পাওয়া যাচ্ছিল না।