মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ব্যবস্থাপনা কমিটির নির্বাচন-২০২৩ গতকাল ২৭ সেপ্টেম্বর বুধবার বিশেষ সাধারণ সভায় সমবায় সমিতি বিধিমালা/২০০৪ এর ৩২(১) বিধি মোতাবেক নিন্মরূপ পদ ভিত্তিক নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়।
উক্ত ৩২ (১) বিধি মোতাবেক নির্বাচনী ফলাফলে ছাতা প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বিতায় সভাপতি পদে দেবপ্রসাদ সরকার ও সদস্য নির্বাচনি এলাকা-২ হতে শাপলা ফুল প্রতীক নিয়ে বিনাপ্রতিদ্বিতায় স্বপন কুমার ফৌজদার নির্বাচিত হন।
উল্লেখ্য বিগত ২০ আগস্ট ২০২৩ তারিখ প্রকাশিত তফশিল মোতাবেক ৮টি পদের বিপরীতে ২টি পদে এক জন করে প্রাথী মনোনয়নপত্র দাখিল করেন। বিগত ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখে উক্ত সভাপতি ও সদস্য পদে বিনাপ্রতিদ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয় বিধায় কোন ভোট গ্ৰহনের প্রয়োজন হয়নি । অপরদিকে সদ্য নির্বাচিত সভাপতি ও সদস্যের পক্ষ থেকে গতকাল বুধবার বিকেলে পৃথক পৃথক ভাবে উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম খান ও উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র নিজেস্ব কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত সহকারী কমিশনার (ভূমি) এম আবদুল্লাহ ইবনে মাসুদ আহমেদ,উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও খুলনা জেলা পরিষদের সদস্য দিলীপ হালদার,বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায় সাংবাদিক ইন্দ্রজিৎ টিকেদার,উপজেলা নির্বাহী অফিসারের অফিস সহকারী প্রশান্ত কুমারসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।