কামরুজ্জামান শিমুল বাগেরহাট || বাগেরহাটের ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ সংলগ্ন ষাটগম্বুজ বায়তুশশরফ এতিম ও হেফজখানায় পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আউয়াল পবিত্র মক্কা নগরীর কুরাইশ বংশে মা আমিনার কোল আলোকিত করে বিশ্ব মানবের পথপ্রদর্শক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। ৬৩ বছর বয়সে এই দিনেই তিনি ইন্তেকাল করেন। বিশ্ব মুসলিম উম্মাহ বিশেষ গুরুত্ব দিয়ে এই দিনটি পালন করে থাকেন।
এ উপলক্ষে বৃহস্পতিবার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনীর উপর বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটি। দিনব্যাপী এই অনুষ্ঠান পরিচালিত হয়। অনুষ্ঠানের মধ্যে রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের উপরে রচনা, পবিত্র কোরআন তেলাওয়াত এবং হামদ ও নাত প্রতিযোগিতা। দিনব্যাপী এ অনুষ্ঠানে এতিম ও হেফজখানা পরিচালনা পরিষদের সদস্য, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মাগরিব নামাজ বাদ হেফজখানায় মিলনায়তনে অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জাদুঘরের কাষ্টডিয়ান মোঃ যায়েদ, ষাটগম্বুজ মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন মাতুব্বর,খান জাহান আলী মাজার মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ খালিদ হোসেন,এতিমখানার সভাপতি শেখ ওয়াহিদুজ্জামান পিয়ার,সম্পাদক শেখ জাকির হোসেন,হেফজখানার সভাপতি শেখ শামীম হাসান,সম্পাদক কামরুজ্জামান শিমুল,কাড়াপাড়া ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন লিটন,এতিমখানার সুপারেনটেন্ড হাফেজ মাওলানা মোঃ এনামুল হোসেন,হেফজখানার সুপারিন্টেন্ট হাফেজ তালিমুল ইসলাম,তেজারাহ ফুডের স্বত্বাধিকারী মোঃ মারুফ হাসান,খলিলুর রহমান,হাওলাদার মাহমুদ আলী, জাহাঙ্গীর হোসেন,বাচ্চুর রহমান,আসাদ শেখ,শেখ জুলফিকার আলী জুল,শেখ হাফিজুর রহমান,আব্দুল আলীম খান সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
পুরস্কার বিতরণী শেষে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে দরুদ প্রেরন করা হয়। মাদ্রাসার প্রতিষ্ঠা লগ্ন থেকে যারা মাদ্রাসার উন্নয়নে বিভিন্নভাবে জড়িত তাদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এতিম ছাত্রসহ অনুষ্ঠানে উপস্থিত সকলের মাঝে উন্নতমানের ও সুস্বাদু খাবার পরিবেশন করা হয়।