মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা প্রতিনিধি || “খুলনার পাইকগাছা উপজেলার ৮নং রাড়ুলী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ভবানীপুর গ্রামের মো: ফারুক গাজী ও লতিফা খাতুন দম্পতির বড়সন্তান রানা পারভেজ এখন সহকারী জজ।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস এর সদ্য ১৬তম পরীক্ষার প্রকাশিত ফাইনাল রেজাল্টে দেখা যায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স অধ্যয়নরত মেধাবী শিক্ষার্থী রানা পারভেজ সারা বাংলাদেশের ১০৪জন উত্তীর্ণ সহকারী জজ/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়েছেন তার ভিতর রানার অবস্থান ২৭তম।অসাধারণ এই মেধাবী শিক্ষার্থী শিশু শ্রেণী থেকেই মেধার বহিঃপ্রকাশ ঘটিয়েছে। জানা যায় প্রথম শেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে রোল প্রথম বা দ্বিতীয় থাকতো তার।
২০০৯ সালে ৩১নং বাঁকা ভবানীপুর সরকারী বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়। এররপর তাকে আর পিছে ফিরতে হয়নি, ২০১২ সালে অষ্টম শ্রেণীর জেএসসি পরীক্ষায় গোল্ডেন এ+ সহ ট্যালেন্টপুলে বৃত্তি পেয়ে আবারো মেধার স্বাক্ষর রাখেন।
২০১৫ সালে শহীদ কামরুল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে থেকে গোল্ডেন এ+ সহ বোর্ড বৃত্তি প্রাপ্ত হন।২০১৭ সালে দরগাহপুর এস,কে,আর,এইচ কলেজিয়েট স্কুল থেকে উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগ থেকে গোল্ডেন এ+ সহ আবারো বোর্ড বৃত্তি প্রাপ্ত হন।
অসাধারণ এই মেধাবী রানা পারভেজ কৃতিত্বের সাথে পিএসসি, জেএসসি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শেষ করে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেলেও আইন বিভাগে অনার্স মাস্টার্স করার ইচ্ছা থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছেড়ে দিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দিয়ে ৪০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৪৭তম স্থান অধিকার করেন। যেখানে আইন বিভাগের সীট ছিলো মাত্র ১১৫টি।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ২০১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী অনার্সে ফার্স্ট ক্লাস পেয়ে অনার্স সম্পন্ন করেন।
পাইকগাছার এই মেধাবী কৃতিসন্তান রানা পারভেজ সদ্য আইন বিভাগ থেকে অনার্স শেষ করে বিজেএস এর ১৬ তম সার্কুলার দিলে আবেদন করেন এবং তার জীবনে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ ১০৪ জন সহকারী জব/জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এর মধ্যে ২৭তম স্থান অধিকার করেন।
রানা পারভেজ বর্তমানে ২০২১-২২ সেশনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্স অধ্যয়নরত একজন নিয়মিত শিক্ষার্থী।
তার এই অসাধারণ কৃতিত্বে বন্ধুমহল এলাকার সমাজসেবক, রাজনীতিবিদ,শিক্ষানুরাগী সহ পাইকগাছা উপজেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরা তার এই সফলতার জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।রানা পারভেজ রাড়ুলী ইউনিয়ন সহ পাইকগাছা উপজেলার সকলের কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করেছেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।