খলিলুর রহমান সুমন,খুলনা || সংঘাত নয়,ঐক্যের বাংলাদেশ চাই শীর্ষক শিরোনামে সোমবার বেলা ১১টায় খালিশপুর পিপলস মিল গেটে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। আর্ন্তজাতিক অহিংস দিবস উপলক্ষে পিএফজি খালিশপুর আঞ্চলিক কমিটি এ কর্মসূচীর পালন করে।
এতে সভাপতিত্ব করেন পিএফজির সমন্বয়কারী নিজামুর রহমান লালু,সুশাসনের জন্য নাগরিক সুজন খালিশপুর থাান কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলুর পরিচালনায় মানববন্ধনে বক্তৃতা করেন পিএফজির এ্যাম্বসেডর জেসমিন সুতলাতানা ও আলহাজ্ব আশরাফ হোসেন,সুজন খালিশপুর কমিটির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব তাহেরুল আলম চৌধুরি,সহ-সভাপতি শফিকুল ইসলাম অভি,সম্পাদক খলিলুর রহমান সুমন,আসিফ ইকবাল,খন্দকার খলিলুর রহমান,শারমীন আক্তার শিখা,জাহিদুল ইসলাম বাদশা,মহিউল আযম খান,রেজাউল করিম স্বপন,ইসমাইল হোসেনসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ।
বক্তারা বলেন,দেশের শান্তির জন্য ঐক্যের কোন বিকল্প নেই। শান্তি প্রতিষ্ঠায় সব পক্ষকেই ছাড় দেয়ার মনোভাব গড়ে তুলতে হবে। মত পার্থক্য থাকলেও দেশে শান্তি আসবে। দেশ হবে সমৃদ্ধশালী।