মেহেদী হাসান নয়ন,বাগেরহাট || দেশের বিভিন্ন এলাকায় জনসমাগমস্থল,বাস টার্মিনাল,রেল স্টেশন ও মার্কেট থেকে মোবাইল ফোন চুরি করত একটি চক্র। পরে বাগেরহাটের ফকিরহাটে স্মার্ট মোবাইল চোর সেন্ডিকেট মূল হোতা পুষ্প টেলিকমে মোবাইল ফোনগুলোর আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) পরিবর্তন করে মার্কেটে বিক্রি করত।এ চক্রের ১সদস্যকে ৩টি চোরাই মোবাইল ফোন ও অন্য সরঞ্জামসহ গ্রেফতার করেছে মোল্লারহাট থানা পুলিশ।
১ সেপ্টেম্বর রবিবার রাতে ফকিরহাট বাজারের পুষ্প টেলিকম এর পরিচালক মোঃ পলাশ (৩৫) পাগলা শ্যামনাগর গ্রামের সিদ্দিকুর রহমান এর পুএ সে দীর্ঘদিন ধরে চোরের মদতে মোবাইল নিয়ে আইএমইআই (ইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি) পরিবর্তন করে মার্কেটে বিক্রি করত। মোলারহাট থানা পুলিশের এ এস আই বদিউর রহমান ও এস আই জাহাঙ্গীর আলমের সঙ্গীও ফোর্সের অভিযানে ৩টি মোবাইল একটি ল্যাপ,একটি হট গ্যান সহ মূল হোতা পলাশকে ধরতে সক্ষম হয়।
বিষয়’টি নিশ্চিত করে মোল্লারহাট থানার অফিসার ইনচার্জ সোমেন দাশ বলেন, থানা পুলিশের ট্রাকিং এর মাধ্যমে মোবাইল চোর সিন্ডিকেট মূল হোতা কে ধরতে সক্ষম হয়েছি। এধরণের অভিযান অব্যাহত থাকবে।