জহিরুল ইসলাম রাতুল || আজ ৭ অক্টোবর ২০২৩, শনিবার, লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫এ১ আয়োজিত “অক্টোবর সেবা সপ্তাহ ২০২৩” উপলক্ষে খুলনার পায়গ্রাম কসবা লায়ন শিল্পি ডায়েবেটিক সেন্টারে, লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭-৯৯ এবং লায়ন্স ক্লাব অব পায়গ্রাম কসবা এর যৌথ সেবা কার্যক্রম পরিচালনা করেছে। সেবা কার্যক্রম গুলোর মধ্যে ফ্রি সাস্থ্য সেবা চিকিৎসাসেবা, কিশোরী মেয়েদের মাসিককালীন সাস্থ্য সেবা এবং ফ্রি স্যানেটারি ন্যাপকিন সরবারহ, বৃক্ষ রোপণ, শিশুদের ক্যান্সার সম্পর্কে সচেতনতা, যুবকদের মাদক পরিহার করে বই পড়ার ব্যাপারে উদ্ভুত করা, ডায়েবিটিস পরিক্ষাসহ বিভিন্ন ধরনের সেবা পরিচালনা করা হয়।
লায়ন্স জেলা ৩১৫এ১ এর সম্মানিত জেলা গভর্নর লায়ন দেয়োয়ান মো: সালাউদ্দিন এমজেএফ পায়গ্রাম কসবা প্রশিক্ষণ কেন্দ্র এর ভিত্তিপ্রস্থর স্থাপন এবং সেবা কার্যক্রম উদ্ভোধন করেন।
অক্টোবর সার্ভিস প্রোগ্রামের ট্রেজারার এবং লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭-৯৯ এর ক্লাব ডিরেক্টর ডিএইচ শামীম, জেলার ভিশন চেয়ারপার্সন লায়ন মরিয়ম রেখা, লায়ন্স ক্লাব অব ঢাকা সেঞ্চুরি ৯৭-৯৯ এর প্রেসিডেন্ট লায়ন জাবের সিরাজী, আইপিপি লায়ন শামসুদ্দিন পলাশ, সেক্রেটারি ফারজানা মিরা, ডা: নাজিয়া শুভ্রা, ডা: মীর নাইম, ডা: হিমেল সাহা, ডা: সাদ্দামুল জুয়েল, লায়ন হাসিব, লায়ন রাজীব, লায়ন ফয়সাল, লায়ন ডিজা, লায়ন মুরাদ উপস্থিত ছিলেন।
খুলনার প্রিন্স হাসপাতাল এবং ঢাকার বুকল্যান্ড লাইব্রেরী সেবা কারজক্রম এ সহজোগীতা প্রদান করেছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।