মুহাম্মাদ ফরহাদ মোল্লা,রূপসা প্রতিনিধি || রূপসা উপজেলার আঠারোবাকী নদী থেকে গতকাল ৭ অক্টোবর বিকেলে অজ্ঞাতনামা এক যুবকের লাশ পাওয়া গেছে।পুলিশ লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।এ ঘটনায় ইউটি মামলা হয়েছে।
পুলিশ ও প্রতাক্ষ্যদর্শী সূত্রে জানা যায়,ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর গ্রামের চরপাড়া এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইউনুচ আলী শিকদারের মৎষ্য ঘেরের সামনে আঠারোবাকী নদীতে হাত পা ও মুখ বাধা অবস্থায় গতকাল শনিবার সকালে স্থানীয় লোকজন এক অজ্ঞাতনামা যুবকের লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।পরবর্তীতে রূপসা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহিনের নেতৃত্বে নৌপুলিশ,পিবিআই,সিআইডি ও থানা পুলিশের সমন্নয়ে যুবকের লাশ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে।
লাশের পরিচয় সনাক্তের চেস্টা চলছে।তবে বাগেরহাট জেলার মোল্লারহাট উপজেলার বুড়িগাংনী গ্রামের কিরামত মুন্সির ছেলে রবিউল মুন্সি (৩০) বলে ধারনা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।