সাগর কুমার বাড়ই,খুলনা || খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন ধর্ম যার যার,উৎসব সবার।
এটাই বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় অর্জন।শারদীয় দুর্গা উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে পড়ুক।সেই আনন্দ সারাবছর ছড়িয়ে থাকুক এবং বাংলাদেশ আনন্দময় হোক,শান্তিময় হোক।
তিনি বলেন,আপনারা এ মাটির সন্তান।সে অধিকার নিয়েই আছেন। এটাই মনে রাখবেন।জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী মমতাময়ী মা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ সরকার আপনাদের পাশে সবসময় আছে এবং থাকবে।
তিনি আরও বলেন,বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী।
সব ধর্ম,বর্ণ ও সম্প্রদায়ের মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে মুক্তিযুদ্ধ করে বিজয় অর্জন করেছে।তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালি করে এভাবে আমরা দেশকে উন্নত করতে করতে চাই।
তিনি আজ (৯ অক্টোবর) সোমবার সকালে খুলনা জেলার রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত আসন্ন শারদীয় দূর্গা পূজা উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় জুম কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।
এসময় রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনুর জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন,রূপসা উপজেলা ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ যোবায়ের,সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল বাকী,কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম,রূপসা থানা অফিসার ইনচার্জ তদন্ত সিরাজুল ইসলাম,রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শক্তিপদ বসু।
রূপসা উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক কৃষ্ণ গোপাল সেনের পরিচালনায় বক্তৃতা করেন,প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ মজুমদার,মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিচুর রহমান,শিক্ষা কর্মকর্তা আইরিন পারভিন,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সুজিত কুমার মুখার্জি,পল্লী বিদ্যুত এজিএম এম এ হালিম ,পল্লী উন্ময়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,সহকারী প্রোগ্রামার রেজাউল,ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার, ইউপি সদস্য আওরঙ্গজেব স্বর্নসহ আরো অনেকে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।