বাগেরহাট প্রতিনিধি || সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে দেশের সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর শিকদার বাড়ি দূর্গা মন্দিরে। এই মন্ডপে তৈরী করা হয়েছে ৫০১টি প্রতিমা। ষষ্ঠী পূজার মধ্যদিয়ে দূর্গাপূজা আনুষ্ঠানিকতা শুরুর পর দেশি বিদেশী দর্শনার্থীদের ভীড় বড়ছে এই মন্ডপে।
সরোজমিনে শিকদার বাড়ী পূজা মন্ডপে গিয়ে দেখা যায়,দীর্ঘ ৩ বছর পর আবারও বড় পরিসরে বাগেরহাট সদর উপজেলার শিকদার বাড়ীতে দূর্গাপূজার আয়োজন করায় বাগেরহাট জেলাজুড়ে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে।
শিকদার বাড়ীতে দূর্গা পুজার অবিচ্ছেদ্য প্রতিমাগুলোর সাথে বাড়তি প্রতিমা স্থাপন করা হয়েছে। ফুটিয়ে তোলা হয়েছে ৬৫ ফুট কুম্ভ কর্ণ, মহাভারতের বিভিন্ন কাহিনী ও দেব দেবীদের প্রতিমা। রয়েছে চোখ ধাদানো আলোকসজ্জাও। পূজার মূল আনুষ্ঠানিকতা শুরুর পর সময়ের সাথে সাথে এ মন্ডপে দেশি বিদেশী দর্শনার্থীদের উপছে পড়া ভীড় দেখা যাচ্ছে।এর মধ্যে চিত্রনায়ক রিয়াজ ঘুরে গেছেন শিকদার বাড়ী পূজা মন্ডপ থেকে। এছাড়া দেশের বিভিন্ন জেলা ও পার্শ্ববর্তি রাষ্ট্র ভারতের কলকাতা থেকেও আসছেন অনেকে।
শিকদার বাড়ীর পূজা মন্ডপের আয়োজক ব্যবসায়ী লিটন শিকদার বলেন, সর্বশেষ ২০১৯ সালে ৮শ ১টি প্রতিমা নিয়ে দূর্গাপূজার আয়োজন করা হয়েছিলো। পরবর্তীতে করোনা মহামারি থেমে যাওয়ায় নতুন করে ৫শ ১টি প্রতিমা নিয়ে এ বছর দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থীদের আগমন ঘটেছে এখানে। এছাড়া চিত্র বিনোদন জগতের অনেক নায়ক এবং নায়িকার আগমন ঘটবে আমাদের এই পূজা মন্ডপে। আশা করছি সবাই আনন্দের সাথে শিকদার বাড়ীর পূজা মন্ডপ উপভোগ করবেন।