1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
শনিবার, ০৫ জুলাই ২০২৫, ০৯:৪৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
খুলনাসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ফের ডেঙ্গুর ভয়াবহ শঙ্কা!নতুন উপসর্গে আক্রান্ত রোগী, বিশেষজ্ঞদের হুঁশিয়ারি ১৬ বছর দেশ শাসন করেছে ঠিক, কিন্তু দেশ গড়তে পারেনি – আলি আজগর লবি পান্তা ভাত’ নিয়ে গবেষণায় উঠে এল বিষ্ময়কর তথ্য মোল্লাহাটে উপজেলা পর্যায়ের দিবার্ষিক সম্মেলন উপলক্ষ্যে মনোনয়ন ফরম বিক্রয় শুরু হয়েছে কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্টে সাতবাড়িয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মৃত্যু কোন রাশির ছেলেরা প্রেম করতে ভালোবাসেন ? নগরীর “গল্লামারী ব্রিজের নির্মাণকাজ বন্ধ, জনদুর্ভোগ ও স্বাস্থ্যঝুঁকি চরমে” হ্যামকো গ্রুপে রাতভর ডাকাতি, কোটি টাকার মালামাল লুট নগরীতে আবার ও দুর্বৃত্তের গুলিতে যুবক আহত ! কাঁচা পেঁপের পুষ্টিগুণ খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনের আগামী নির্বাচনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী – আমীর এজাজ খান নগরীর পার্ক গুলি হবে বিনোদনের কেন্দ্র স্থল : কেসিসি প্রশাসক খুলনাসহ চার বিভাগের অধিকাংশ স্থানে ভারী বৃষ্টি হতে পারে জলাবদ্ধ বিল ডাকাতিয়াকে আধুনিক বিলে রুপান্তরিত করতে সর্বাধিক অগ্রাধিকার দেওয়া হবে : লবি ৬ ঘন্টা পর মালবাহী ট্রেনের বগি উদ্ধার শেষে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান নারী-শিশুসহ ৩ জনের ওপর ‘অ্যাসিড’ নিক্ষেপ পরিবর্তন এসেছে এখন দরকার একটি নির্বাচিত সরকার — নার্গিস বেগম সুবিধা বঞ্চিতদের আলো দেখালেন লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম আলফাডাঙ্গায় জমির দখল ফিরিয়ে দিলেন সহকারী কমিশনার (ভূমি) খুলনা-০৪ আসনের মনোনয়ন প্রত্যাশী ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিকের মতবিনিময় ও গণসংযোগ

এক ছেলের পর একসঙ্গে তিন সন্তানের জন্ম দিয়ে বিপাকে দিনমজুর নাজমুল শেখ

  • প্রকাশিত : শনিবার, ২৮ অক্টোবর, ২০২৩
  • ২১৭ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু)বাগেরহাট জেলা প্রতিনিধি || অন্যের জমিতে কাজ করে কোনো রকম সংসার চলে নাজমুল শেখের। ঘরে একটি ৪ বছর বয়সী ছেলে রয়েছেন। এরই মাঝে নাজমুল শেখ-ঝুমুর বেগম দম্পতির ঘর আলো করে একসঙ্গে দুই পুত্র সন্তান ও এক কন্যাসন্তানের জন্ম হয়েছে। তাদের আগমনে পরিবারে খুশির আমেজের পরিবর্তে দুশ্চিন্তা বিরাজ করছে।নাজমুল শেখ(৩১) মোংলা উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাঁশতলার রুচুমারি গ্রামের মোহাম্মদ আনসার শেখের ছেলে। তার স্ত্রী ঝুমুর বেগম (২৬) গত ৪ অক্টোবর রাতে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক সঙ্গে দুই পুত্র সন্তান এক কন্যাসন্তান’সহ মোট তিন সন্তান প্রসব করেন।

জানা গেছে, সন্তানরা মায়ের গর্ভে থাকা অবস্থায় ও জন্মের পর তাদের চিকিৎসায় অনেক টাকা খরচ করতে হয়েছে। ফলে দিনমজুর নাজমুল শেখের পক্ষে সংসার চালানোর পাশাপাশি তাদের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তা দেখা দিয়েছে।

গত শুক্রবার (২৭ অক্টোবর) সকালে নাজমুল শেখ-ঝুমুর বেগম দম্পতির সঙ্গে কথা হয়। তারা তিন সন্তানের চিকিৎসা শেষে খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল থেকে বাসায় ফিরছিলেন। বাচ্চাদের ঠান্ডাজনিত সমস্যার কারণে হাসপাতালের শিশু ওয়ার্ডে ভর্তি ছিলেন ২০দিন। এতে খরচ হয়েছে ৬০ হাজার টাকার মতো। একসঙ্গে তিন সন্তানের ওষুধ কিনতে গিয়ে বিভিন্ন জনের কাছে ধার দেনা করতে হচ্ছে।

ঝুমুর বেগম বলেন,গত ২৫ দিন হয়েছেন ওদের জন্ম হয়েছে। খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নরমাল ডেলিভারি হওয়াতে কিছুটা সাশ্রয় হয়েছে। তানা হলে কি করতাম আল্লাহ ভালো জানেন। তিন বাচ্চা হওয়াতে ঠিকমতো দুধ পাচ্ছে না। টাকার অভাবে বাইরের কেনা দুধও খাওয়াতে পারছি না। আমরা গরিব-অসহায়,কেউ একটু সহযোগিতা করলে খুব উপকার হতো।

দিনমজুর নাজমুল শেখ বলেন,আমাদের কোনো জমি-জমা নেই। অন্যের জমিতে কৃষিকাজ ও মাটি কাটার কাজ করে সংসার চালাই। বড় এক ছেলে রয়েছে । তার বয়স ৪’বছর হওয়াতে কাজ করতে পারে না। ঠিকমতো সংসারই চালাতে পারি না। এর মধ্যে আরও তিন সন্তানের জন্ম দিয়ে বিপাকে পড়েছি। তাদের জন্য ঠিকমতো খাবার ও চিকিৎসা-ওষুধের ব্যবস্থা করতে পারছি না। ২০ দিনে হাসপাতালে চিকিৎসা করাতে ও ওষুধ কিনতে ব্যয় হয়েছে প্রায় ৬০’হাজার টাকা।

ঝুমুর বেগম ছোট বোন লিমা খাতুন বলেন,একসঙ্গে জন্ম নেওয়া তিন সন্তানের নাম রাখা হয়েছে জহির শেখ,তহির শেখ ও হাজরা বেগম। তিন সন্তানকে সামাল দিতে হিমশিম খাচ্ছে আমার বড় বোন। তাই আমাকে তাদের বাড়িতে থাকতে হচ্ছে। টাকার অভাবে খুব সমস্যা হচ্ছে। ঠিকমতো বাইরের দুধ ও ওষুধপত্র কিনতে পারছি না।

খুলনা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট (শিশু)ডা. আজিজুল ইসলাম বলেন,কয়েক দিন আগে নিউমোনিয়া নিয়ে একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়া জননী হাসপাতালে ভর্তি হয়। তিন সন্তানের মধ্যে একজনের অবস্থা খুবই জটিল ছিল। কিন্তু এখন তারা চিকিৎসা শেষে মোটামুটি সুস্থ। তাদের হাসপাতাল থেকে গত ২৫’ তারিখে তাদের সন্তান দের রিলিজ দেওয়া হয়েছে। তিন শিশুর দৈনিক প্রায় ২৫০০ টাকা করে ওষুধপত্র লেগেছে। যা হাসপাতাল থেকেই সরবরাহ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় এলাকাবাসী বলেন,নাজমুল শেখের পরিবারটি একেবারেই গরিব-অসহায়। নাজমুল শেখের কিছুই নাই বললেই চলে। হাতে খাটে-পেটে খায়,এমন অবস্থা। এক ছেলের পর একসাথে তিন সন্তান হওয়া তার কাছে মরার উপর খাড়ার ঘা। নাজমুল শেখ আমাদের কাছে এসেছিল, কিছু আর্থিক সাহায্যের জন্য। কিন্তু আমাদের করনীয় তেমন কিছু নেই। তাই এলাকাবাসীর পক্ষ থেকে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে নাজমুল শেখ ও তার তিন সন্তানের জন্য সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।