খুলনার খবর || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ।
খুলনার ৬টি সংসদীয় আসনের তিনটিতে দলীয় মনোনয়নে পরিবর্তন করেছে আওয়ামী লীগ। বাকি তিন আসনে বর্তমান সংসদ সদস্যদের বহাল রাখা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত প্রার্থীর তালিকা প্রকাশ করেছে আওয়ামী লীগ। রোববার (২৬ নভেম্বর) বিকেলে এই তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় বাদ পড়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।
খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে নতুন মুখ হিসেবে সাবেক সংসদ সদস্য ননি গোপাল মন্ডলকে মনোনয়ন দেওয়া হয়েছে। বাদ পড়েছেন এ আসনের বর্তমান সংসদ সদস্য পঞ্চানন বিশ্বাস।
খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে বর্তমান সংসদ সদস্য বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র সেখ সালাহউদ্দিন জুয়েলকে মনোনয়ন দেওয়া হয়েছে।
খুলনা-৩ (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী) আসনে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন দলীয় মনোনয়ন পেয়েছেন। বাদ পড়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী, বর্তমান সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।
খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে বর্তমান সংসদ সদস্য আব্দুস সালাম মুর্শেদীকে এবং খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে বর্তমান সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ বহাল রয়েছেন।
খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের বর্তমান সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বাদ পড়েছেন। এই আসনে নতুন মুখ হিসেবে মনোনয়ন পেয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান মো. রশিদুজ্জামান।
আজ রোববার (২৬ নভেম্বর) বিকেলে সংবাদ সম্মেলনে বঙ্গবন্ধু এভিন্যুতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনীত প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।