মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটায় শহীদ মুক্তিযোদ্ধা জ্যোতিষ ও আজিজ’র স্মরণসভা অনুষ্ঠিত। আজ ২৯ নভেম্বর বুধবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম’র সভাপতিত্বে শহীদ বেদীতে স্থানীয় পূষ্প মাল্য অর্পণ,আলোচনা সভা ও দোয়া মাহফিল বারোআড়িয়া বাজার সংলগ্ন স্মৃতিসৌধে অনুষ্ঠিত হয়।
বীরমুক্তিযোদ্ধা নিরঞ্জন কুমার রায়’র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসাদুর রহমান,জেলা মুক্তিযোদ্ধা কামান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সরদার মাহাবুবুর রহমান, বীরমুক্তিযোদ্ধা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক ডপুটি বীরমুক্তিযোদ্ধা শেখ মোঃ আবুল হোসেন,জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের ডেপুটি কমান্ডার বীরমুক্তিযোদ্ধা বজলুর রশিদ,বটিয়াঘাটা মুক্তিযোদ্ধা কমান্ডারের যুদ্ধকালীন কমান্ডার বিনয় কৃষ্ণ সরকার,ডুমুরিয়া মুক্তিযোদ্ধা কমান্ডারের সাবেক কমান্ডার নূরুল ইসলাম মানিক,বীরমুক্তিযোদ্ধা যথাক্রমে সরদার আঃ মান্নান,নিত্যানন্দ বিশ্বাস,দেলোয়ার শেখ প্রমূখ।১৯৭১ সালে বারয়াড়িয়া রাজকার ক্যাম্প আক্রমণ করতে গিয়ে দুই জন বীর মুক্তিযোদ্ধা শহীদ হন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।