পরেশ দেবনাথ,ভ্রাম্যমান প্রতিনিধি || কেশবপুরের মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনে এক জরুরী সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। শনিবার (২ ডিসেম্বর) বিকালে প্রতিষ্ঠানের হল রুমে ওই সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সভার শুরুতে প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রয়াত মিলন কুমার চোধূরী-এর স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মিজানুর রহমান।
মঙ্গলকোট সবুজ শিক্ষা নিকেতনের প্রতিষ্ঠাতা সদস্য ডাঃ মোঃ আবু বকর সিদ্দিক-এর সভাপতিত্বে প্রতিষ্ঠানের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা করেন, মঙ্গলকোট সমাজ কল্যাণ সংস্থার পরিচালক এস,এম কোরবান আলী শেখ, হিতাকাঙ্ক্ষী ও আওয়ামী লীগ নেতা আব্দুল খালেক মোড়ল, প্রাক্তন অভিভাবক ও মঙ্গলকোট ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক আশুতোষ হালদার, খুলনা বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (এই প্রতিষ্ঠানের ছাত্র)মোঃ জাহাঙ্গীর হোসেন, কবি ও সাংবাদিক ইব্রাহিম রেজা, সাংবাদিক পরেশ দেবনাথ, সংগঠন কামনা মল্লিক, জাতীয় পার্টির নেতা জালাল উদ্দীন পলাশ,সাবেক অভিভাবক মোসলেম উদ্দিন,ডাঃ আব্দুস সাত্তার,আব্দুর রশিদ, প্রাক্তন শিক্ষক ডাঃ নজর উদ্দিন সানা, সংগীত শিল্পী অরূপ ব্রহ্ম প্রমূখ।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।