শেখ বাদশা,বাগেরহাট প্রতিনিধি || দি হাঙ্গার প্রজেক্ট এর এসপিএল প্রকল্পের বাগেরহাট সদরি ইয়ুথ এম্বাসেডরদের উদ্যোগে (৫ ডিসেম্বর) মঙ্গলবার এসপিসি কাফুরপুরা স্কুল এন্ড কলেজের দ্বাদশ শ্রেণীর এদের নিয়ে নাগরিকত্ব অলিম্পিয়াডের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানটি জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় এবং পরবর্তীতে ছাত্র-ছাত্রীরা একটি কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।
উক্ত কুইজ প্রতিযোগিতা শেষে ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার প্রদান করা হয়। এবং অংশগ্রহণকারী প্রত্যেক ছাত্র-ছাত্রীদের সার্টিফিকেট প্রদান করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান জনাব হায়দার আলী মোড়ল, বাগেরহাট সদর পিএফজি সদস্য জনাব দাদুল হক খোকন, কলেজ অধ্যক্ষ জনাব ও অন্যান্য শিক্ষক ও ছাত্রছাত্রীবৃন্দ।
বাগেরহাট সদর অ্যাম্বাসেডর গ্রুপের সদস্যরা অনুষ্ঠানটি পরিচালনায় সহায়তা করেন। অনুষ্ঠান ছাত্র-ছাত্রী ও উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান চেয়ারম্যান জনাব হায়দার আলী মোড়ল। সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।