1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
কোস্টগার্ড এর যৌথ অভিযানে খুলনার রুপসা থেকে দেশীয় অস্ত্রসহ আটক ২ পিরোজপুরের ঐতিহ্যবাহী কুড়িআনা আমড়া’র আড়ৎ নওগাঁয় একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দৈনিক ফলাফল পত্রিকার উপ সম্পাদকের দায়িত্ব পেলেন শাহবাজ জামান শার্শায় খালেদা জিয়ার কারামুক্তি দিবসে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত তেরখাদা উপজেলায় যৌথ বাহিনীর আগমনে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে স্বস্তি উপকূলের লোনা পানির চিংড়ি চাষ কৃষিতে গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় একটি খাত নড়াইলে মাশরাফীসহ আ.লীগের ৯০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা নওগাঁয় উনিশ-কুড়ি সংগঠনের নানামুখী উন্নয়ন কর্ম অনির্বাণ লাইব্রেরির স্বেচ্ছাসেবক টিমের আয়োজনে মানব পাচার রোধে মতবিনিময় সভা স্ব-পদে ফিরলেন খুলনার আবুনা‌সের হাসপাতালের প্রশাঃ কর্মকর্তা ওয়া‌হিদুজ্জামান শিল্পপতি আরিফুর রহমান মিঠুর বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে মানববন্ধন নড়াইলে ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলে নিহত ৩,আহত ১ পাইকগাছায় দেলুটির ক্ষতিগ্রস্ত ঝুকিপূর্ণ ওয়াপদার বাঁধ স্বেচ্ছাশ্রমে মেরামত নড়াইলে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ২ ভাই নিহত, আহত ৫ ৬ দিন পর খোঁজ মিলেছে নিখোঁজ কদরুল হাসানের দিঘলিয়ায় মাদ্রাসা ছাত্রকে পিটিয়ে আহত করার অভিযোগ শিক্ষকের বিরুদ্ধে কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নে বিএনপির নতুন কমিটি গঠন; মুস্তাক সভাপতি-ইউসুফ সাঃ সম্পাদক কেশবপুর নিউজ ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত আগামী ১৩ই সেপ্টেম্বর দৌলতপুরে ইসলামী আন্দোলন এর গণসমাবেশ

কেশবপুরে সরিষার ভালো ফলনের সম্ভাবনায় কৃষকরা উৎফুল্ল

  • প্রকাশিত : শুক্রবার, ৮ ডিসেম্বর, ২০২৩
  • ১০৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || যশোরের কেশবপুর উপজেলায় বিস্তৃত শরিষা ফসলে মাঠ জুড়ে হলুদের সমারোহ। সরিষার ভালো ফলনের সম্ভাবনায় কৃষকরা উৎফুল্ল। নৈস্বর্গিক রূপের আবহাওয়ায় দিগন্ত ছুঁয়েছে, সরিষা ফুলের গন্ধে বিভোর সারা মাঠ। কেশবপুরের ১১টি ইউনিয়নের বিস্তৃত মাঠ জুড়ে বারি সরিষা চাষের উৎসবে মেতেছেন কৃষকরা। মাঠে মাঠে মৌমাছির গুঞ্জনে মুখরিত সরিষার ক্ষেত। হলুদ সরিষার ফুলে ফুলে ঘুরছে মৌমাছির দল। ভোঁ ভোঁ শব্দ তুলে দলে দলে তারা এক ফুল থেকে আরেক ফুলে উড়ে মধু সংগ্রহ করে। মৌমাছির পরাগায়নের ফলে বৃদ্ধি পাচ্ছে শরিষার ফলন। মধু আহরণকারীরা মধু আহরণে ব্যস্ত।

সরিষার ভালো ফলনের সম্ভাবনায় কৃষকের মুখে হাসি ফুটেছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে,সরকারিভাবে এ বছর গত ২৬ অক্টোবর ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ২ কেজি করে শরিষার বীজ ও স্যার বিতরণ করা হয়েছে। গত বছর এ উপজেলায় ১ হাজার ৫৭০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। চলতি বছর সরিষার আবাদ হয়েছে ১ হাজার ৭৫ হেক্টর জমিতে। সেই হিসেবে এ বছর সরিষা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ১ হাজার ৫৭ হেক্টর জমি। গত বছরের চেয়ে এ বছর বেড়ে ৫০৫  হেক্টর বেশি জমিতে সরিষা আবার করেছেন কৃষকরা। কৃষকের মাঠে আগাম জাতের বারি সরিষা চাষে ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। কেশবপুরের কৃষকরা বোরো  আবাদের আগে একই জমিতে বারি-১৪, বারি-৯, বারি-১৮, বারি-১৭ ও টরি-৭ জাতের সরিষা চাষ করে আসছেন দীর্ঘদিন ধরে, আর সরিষার বাম্পার ফলন ঘরে তোলার সঙ্গে সঙ্গে কৃষি অধিদপ্তর কর্তৃক প্রদত্ত কৃষক লক্ষ্যমাত্রা অর্জিত করতে সক্ষম হয়। পাশাপাশি অধিক  ফলনশীল বারি-১৪,ও বারি-৯ জাতের এি সরিষা চাষ করে কৃষকেরা বোরো আবাদের খরচ উঠিয়ে নেয়। এ  বছর নতুন করে  টরি-৭ বারি- ৯,বারি বীনা- ৯, বারি-১৭ ও বারি -১৮ জাতের উচ্চ ফলনশীল সরিষা চাষ শুরু করেছে। এ সব জাতের সরিষা ৭০ থেকে ৮৫ দিনের মধ্যে কৃষকরা ঘরে তুলতে পারেন। যার ফলে কৃষকরা সরিষা চাষের পর বোরো আবাদ করতে পারেন, যে কারণে উপজেলা ব্যাপী কৃষকরা সরিষা চাষে ঝুঁকছেন। উপজেলার সাগরদাঁড়ী ইউনিয়নের মির্জাপুর গ্রামের কৃষক হুমায়ুন কবির সাবু, আবুল কালমা আজাদ, গোপসেনা গ্রামের কৃষক আজিবার রহমান সানা, জালাল সানা, ফতেপুর গ্রামের কৃষক আবুল সানা, ওজিয়ার সরদার, বাগদাহ গ্রামের কৃষক আব্দুল জলিল, হাবিবুর রহমান, প্রতাপপুর গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস, কাকিলাখালী গ্রামের কৃষক আফজাল হোসেন, দেউলি গ্রামের কৃষক আজিজুর রহমান, রেজাউল ইসলাম।

মজিতপুর গ্রামের কৃষক শহিদুল ইসলাম বলেন,প্রতিবছর সরিষা চাষ করা হয়। ইরি বোরো মৌসুমের আগেই সরিষা তুলে সেই জমিতে বোরো ধানের আবাদ করে থাকেন কৃষকরা। তবে চলতি বছরে সরিষার চাষে বাম্পার ফলন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

সাতবাড়িয়া গ্রামের কৃষক আলাউদ্দিন,ময়েজ উদ্দিন,রামচন্দ্রপুর গ্রামের কৃষক আব্দুল সরদার,আজিজুর রহমান,ব্রহ্মকাটি গ্রামের কৃষক তরিকুল ইসলাম খাঁ, তপন বসু বলেন,গত বছরের তুলনায় এ বছরে বৃষ্টির পানি কম থাকলেও সরিষা ভালো ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। বিঘা প্রতি জমিতে ৭ থেকে ৮ হাজার টাকা খরচ করে প্রায় ৬ থেকে ৭ মন সরিষা পাবেন বলে তারা ধারণা করেছেন। বাজারের সরিষার দাম ভালো পাওয়া যাবে কিন্তু লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এ পর্যন্ত ২ হাজার ৭৫ হেক্টর জমিতে সরিষা চাষ অর্জিত হয়েছে। অধীর দাম ও বাম্পার ফলন হওয়ায় কৃষকরা সরিষা আবাদে ঝুঁকেছেন।

উপজেলা কৃষি অফিসার মাহমুদা আক্তার জানান,এ বছর ৪ হাজার কৃষকের মাঝে সরকারিভাবে বিনামূল্যে ২ কেজি করে শরিষার বীজ ও সার বিতরণ করা হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় সরিষার ফলন ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ দু’দিন আবহাওয়া খারাপ চলছে। তবে ফুলের মুখে যদি ভারী বৃষ্টিপাত হয় সে ক্ষেত্রে ক্ষতিগ্রস্ত হবে কৃষকরা। আমরা প্রতিনিয়ত এলাকায় গিয়ে কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে চলেছি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।