1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
সোমবার, ১২ মে ২০২৫, ১০:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
সনাতন ধর্মাবলম্বীদের ওপর নির্যাতন করা যাবে না- ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ  মোল্লাহাটে এইচএসসি পরীক্ষা কেন্দ্রর ভেন্যু মোল্লাহাট থেকে স্থানান্তরিত করার প্রতিবাদে মহাসড়ক অবরোধ নগরীতে অজ্ঞাত পরিচয়হীন লাশ উদ্ধার  আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন জারি পাইকগাছায় বিএনপি নেতাদের নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা খুলনা বিভাগীয় সমাবেশ নিয়ে যশোর বিএনপির প্রস্ততি আলোচনা সভা ঠিকাদার পলাতক ,ভোগান্তিতে এলাকাবাসি কয়রা খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে রাস্তা নির্মাণ, যে কোন মুহূর্তে ধ্বসে যাওয়ার আশঙ্কা। বাঁশ দিয়ে গাইড ওয়াল ও নিম্ন মানের সামগ্রী দিয়ে রাস্তা নির্মাণ লোহাগড়ায় চাঞ্চল্যকর যুবদল কর্মী সালমান হত্যা! ২০ জনের নামে মামলা, ১ জন গ্রেফতার বেনাপোলে ধানবোঝাই ট্রাকটরের ধাক্কায় মটর শ্রমিকের মৃত্যু শার্শায় জমে উঠেছে আমের বাজার, ব‍্যস্ত আম চাষী ও ব‍্যবসায়ীরা সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের পক্ষে কথা বললেই গ্রেফতার প্রথম শ্রেণির ক্রিকেটার সালমান হোসেনের সাহায্যের আবেদন: মাঠে ফেরার লড়াইয়ে ইনজুরি তার বড় বাধা ব্যক্তি বা সত্তার এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাসবিরোধী (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন যশোর-বেনাপোল রেলপথে ট্রেন-ট্রাক সংঘর্ষ, আহত ২ নিজস্ব প্রতিবেদক, যশোর খুলনায় বিএনপির মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালী দিঘলিয়া বিএনপি ও অঙ্গসংগঠনে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত  কেশবপুরের পাথরা পল্লী উন্নয়ন মাধ্যমিক বিদ্যালয়ে ১ম পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত কেশবপুরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

খুলনায় জাপার প্রার্থীরা নির্বাচনী প্রচারণায় নামছে না;মধুকে জোটের প্রার্থী করার দাবি

  • প্রকাশিত : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার শেয়ার হয়েছে

স্টাফ রিপোর্টার || খুলনা ৬টি আসনের জাতীয় পার্টির প্রার্থীরা প্রতীক পেলেও নির্বাচনী প্রচারণায় নামেননি। খুলনা ৬নং আসনে (কয়রা-পাইকগাছা) জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম মধুকে জোটের প্রার্থী না করায় এমন সিদ্ধান্ত নিয়েছে তারা। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণে আজ বুধবার সকালে ডাকবাংলাস্থ পার্টি কার্যালয়ে জেলা ও মহানগর জাপা এক জরুরী সভা আহবান করেছে। ওই সভায় চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হবে বলে দলীয় সূত্রে জানা যায়।

সংশ্লিষ্ট সূত্রে প্রকাশ, খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ননী গোপাল মÐল দলীয় প্রতীক ‘নৌকা’, জাতীয় পার্টির প্রার্থী কাজী হাসানুর রশিদ ‘লাঙ্গল’ প্রতীক পেয়েছেন। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের প্রার্থী সেখ সালাহউদ্দিন জুয়েল ‘নৌকা’, জাতীয় পার্টির মো. গাউসুল আজম ‘’লাঙ্গল’’প্রতীক পেয়েছেন। খুলনা-৩নং (দৌলতপুর-খালিশপুর-খানজাহান আলী-আড়ংঘাটা) আসনে আওয়ামী লীগের প্রার্থী এস এম কামাল হোসেন ‘নৌকা’, জাতীয় পার্টির আব্দুল্লাহ আল মামুন ‘লাঙ্গল’, প্রতীক পেয়েছেন । খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সালাম মুর্শেদী ‘নৌকা’, জাতীয় পার্টির ফরহাদ আহমেদ ‘লাঙ্গল’, প্রতীক পেয়েছেন। খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনে আওয়ামী লীগের নারায়ণ চন্দ্র চন্দ ‘নৌকা’, জাতীয় পাটির মো. শাহীদ আলম ‘লাঙল’ প্রতীক পেয়েছেন। খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে আওয়ামী লীগের মো. রশীদুজ্জামান ‘নৌকা’, জাতীয় পার্টির মো. শফিকুল ইসলাম মধু ‘লাঙ্গল’, প্রতীক পেয়েছেন।

খুলনা ৬টি আসনেই জাপার প্রার্থী রয়েছে। খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে জাতীয় পার্টির মো. গাউসুল আজম বলেন, খুলনা একটি বিভাগীয় শহর। এখান থেকে একজনকে জোটের প্রার্থী করার ব্যাপারে দলের পক্ষ থেকে জোর দাবি ছিল। কিন্তু তা করা হয়নি। দীর্ঘ ১৫/২০ বছর ধরে খুলনার জাপাকে বঞ্চিত করা হচ্ছে। এর প্রতিবাদে তারা কেউই প্রচারণায় নামেননি। এ ব্যাপারে কি করনীয় তা চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আজ বুধবার বেলা ১১টায় খুলনা জেলা ও মহানগর জাপা ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে বৈঠক ডেকেছে। বেঠকে সিদ্ধান্ত নেয়া হবে। খুলনা জাপা নির্বাচনে যাবে কি না।

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনে জাতীয় পার্টির প্রার্থী ও জেলা জাপার সভাপতি মো. শফিকুল ইসলাম মধু খুলনায় জাপার অভিভাবক হিসেবে পরিচিত। তিনি বলেন, আ’লীগ সারা দেশে জাপাকে ২৬টি আসন ছাড় দিয়েছে। কিন্তু বিভাগীয় শহর খুলনাকে এ হিসেবে বঞ্চিত করেছে। দলের জোরালো দাবি ছিল, খুলনা জেলার একটি আসন জোটের পক্ষে জাপাকে ছাড় দেয়া হোক। কিন্তু তা দেয়া হয়নি। দীর্ঘ ৩টি সংসদীয় নির্বাচন খুলনা ৬নং আসন থেকে প্রতিদ্ব›িদ্বতা করেছেন তিনি। এবার বড় আশা ছিল জোটের প্রার্থী হিসেবে দল খুলনা ৬নং আসনে জাপাকে ছাড় দিবে। কিন্তু তা না দেয়ার জন্য খুলনার নেতা-কর্মীরা চরম হতাশ হয়েছে। সেই জায়গা থেকে তারা এখনও প্রচার-প্রচারণায় নামেননি। আজ সভা ডাকা হয়েছে। ওই সভায় তৃণমূল নেতা-কর্মীদের সিদ্ধান্তের আলোকে নির্বাচন করবো কি না তা সিদ্ধান্ত নেয়া হবে। আর যদি জোটগতভাবে খুলনা ৬নং আসন ছেড়ে দেয় তাহলে খুলনার জাপা নির্বাচনে আসবে বলে তিনি জানান। খুলনা-৪ (রূপসা-তেরখাদা-দিঘলিয়া) আসনে জাতীয় পার্টির প্রার্থী ফরহাদ আহমেদ বলেন, দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে কোন কিছু করা ঠিক হবে না। দল সাময়ীকভাবে প্রচার-প্রচারণা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে, তাই তিনি প্রচার-প্রচারণা করছেন না। তবে পোস্টার-লিফলেট সবাই ছাপিয়েছেন তিনি বলে জানান।

জাপার কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মধু আরো বলেন, খুলনা ৬নং আসনে তিনি ৯ম, ১০ম ও ১১তম সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতা করেন। সব সময় তিনি জাপার মনোনীত প্রার্থী হিসেবে প্রতিদ্ব›িদ্বতা করার সুযোগ পেয়েছেন। নানা কারণে তিনি নির্বাচনে জয়ী হতে না পারলেও তিনি কখনই ওই এলাকার মানুষকে ছেড়ে আসেননি। ঘুর্ণি ঝড় আইলায়, আম্পানসহ বিভিন্ন দুর্যোগে তিনি কয়রা-পাইকগাছাবাসীর পাশে ছিলেন। এছাড়া করোনাকালিন সময়ও তিনি ওই অঞ্চলের ঘর বন্দি মানুষের সহায়তা করেছেন। চতুর্থবারের মত তিনি এবার এ আসন থেকে জোটের প্রার্থী হবেন-এমনই প্রস্তুতি নিয়ে মাঠে নেমেছেন। কিন্তু তা হলো না।

এছাড়া তিনি ২০১৩ সালে ও ২০২৩ সালে খুলনা সিটি কর্পোরেশনের মেয়র পদে প্রতিদ্ব›িদ্বতা করেছেন। দেশের নানা প্রেক্ষাপটে তিনি এসব নির্বাচনে জয়ী হতে না পারলেও দীর্ঘ অভিজ্ঞতা তার ঝুড়িতে রয়েছে। সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি এবার। খুলনা ৬নং আসনে জাপার রিজার্ভ ভোট আছে ৫৫ থেকে ৬০ হাজার। নির্বাচনে সঠিকভাবে তিনি কাজ করতে পারলে বিজয় তার জন্য কঠিন কিছু নয় বলে এই ত্যাগী নেতা মনে করেন। জাপার প্রবীন নেতা শাহ লায়েক উল্লাহ বলেন, জেলা জাপার সভাপতি শফিকুল ইসলাম মধু একজন ত্যাগী নেতা। তিনি দীর্ঘ দিন খুলনায় জাপাকে উজ্জীবিত করে রেখেছেন। তার ৬নং আসনটি জোটগতভাবে হবে-এমনটাই আশা ছিল সকলের। কিন্তু তা না হওয়ায় তিনি হতাশ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।