তেরখাদা প্রতিনিধি, খুলনা || খুলনা-০৪ আসনের সংসদ সদস্য ও আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম মূর্শেদী বলেছেন,আওয়ামালীগ ক্ষমতায় আসলে দেশ ও জনগণের ভাগ্যের উন্নয়ন ঘটে।
তিনি বলেন,স্মার্ট বাংলাদেশ গড়তে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে হবে এবং শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী করতে হবে।তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকা প্রতীকের বিজয় ছিনিয়ে আনতে নেতা কর্মীদের প্রতি উদাত্ত আহবান জানান।
আব্দুস সালাম মূর্শেদী ৩১ শে ডিসেম্বর~২০২৩ রবিবার বিকেল পাঁচটার দিকে খুলনা জেলার তেরখাদা বাজার চত্বরে ইউনিয়ন আওয়ামী লীগে ও অঙ্গ সংগঠন আয়োজিত নির্বাচনে জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোল্লা ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু ও মোঃ কামরুজ্জামান জামাল , উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এফ এম অহিদুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কে এম আলমগীর হোসেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের ভাইসচেয়ারম্যান সাংবাদিক মোঃ শারাফাত হোসেন মুক্তি,আওয়ামী লীগ নেতা কৃষ্ণ মেনন রায়,রূপসা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শ্যামল কুমার দাস ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসাইন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ হোসাইন আহমেদের পরিচালনা অন্যানের মধ্যে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা চৌধুরী আবুল খায়ের, শেখ রাজা মিয়া মোল্লা জিয়াউর রহমান,শেখ তবিবুর রহমান,মোঃ আব্বাস মোল্লা,আরিফুজ্জামান অরুণ,স্বেচ্ছাসেবক লীগ নেতা আনিসুল হক,খাঁন ফরাদুজ্জামান সুমন,শ্রমিক লীগ নেতা মোঃ জিল্লুর রহমান নান্নু,কৃষকলীগ নেতা এস এম নাজমুল ইসলাম।
সভায় এছাড়া জেলা উপজেলা ও ইউনিয়ন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।এর আগে সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বিভিন্ন ইউনিয়নে গণ সংযোগ ও মত বিনিময়ন করেন।গণ সংযোগকালে তিনি আওয়ামী লীগের বিভিন্ন উন্নয়ন তুলে ধরে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।