মোঃ ফসিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি || দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে শতভাগ নিরপেক্ষ ও পেশাদারিত্বের সহিত সঠিক এবং স্বচ্ছভাবে দায়িত্ব পালনের জন্য নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রশাসন ও পুলিশের উর্দ্ধতন কর্মকর্তারা।
রোববার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় এবং পাইকগাছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে এ ধরণের নির্দেশনা দেন উর্দ্ধতন কর্মকর্তারা। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন এর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মীর আলিফ রেজা।
বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার ট্রাফিক এসএম আল বেরুনী, নির্বাচন কমিশনের উপ-সচিব খোরশেদ আলম, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মাহফুজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুজ্জামান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা পবিত্র কুমার দাস, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ ছামিউল আলম।
উল্লেখ্য, জেলার পাইকগাছা-কয়রা উপজেলা নিয়ে খুলনা-৬ আসন। এ আসনের পাইকগাছা উপজেলার মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৯ হাজার ৩১১, কেন্দ্র ৭৯, বুথ ৫২১, প্রিজাইডিং কর্মকর্তা ৮৯, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ৫৭৩ ও পোলিং অফিসার ১ হাজার ১৪৬ জন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।