মোঃ ইমরান হোসেন,বটিয়াঘাটা প্রতিনিধি || বটিয়াঘাটা উপজেলার সদর ইউনিয়নের হেতাল বুনিয়া মৌজা এস এ ক্ষতিয়ান ৭৩ ৭৪ ৮১ এস দাগ নং২১০ ২৪৪ ১৫২ ১৬৪ ১৬০ ১৬৩ ১৬৪ ১৬৫ ১৯০ দুই একর জমির ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে।
অভিযোগকারী মোঃ আবুল কালাম আজাদ বলেন,আমার বাবা মৃত আঃ মালেক শেখ ৬ ক্ষতিয়ানে ২১ বিঘা জমি ক্রয় করেন।তারমধ্যে ৭ বিঘা বিক্রি করেন এবং ১০ বিঘা জমি ভূমি দস্যুরা জাল জালিয়াতি করে দখল করে রেখে ছে।আমার দখলকৃত ৪ বিঘা জমির ধান লাঠিয়াল বাহিনী দিয়ে জীবন নাসের হুমকি দিয়ে কেটে নিয়ে যায়।
এব্যাপারে পরিচিতদের দ্বারা নিয়মিত হুমকি প্রদান করে আসছে,তারা বলছে আপনার জীবন বেশি? নাকি জমি? আপনি জমিতে আসলে মারা পড়তে হবে। জীবনের মায়া থাকলে আর জমিতে আসবেনা বলে হুমকি দেয়।
তিনি আরো বলেন,কোর্ট থেকে ৪৪ দ্বারা জারি থাকা সত্বেও জমিতে যেতে পারছিনা এরা দেশীয় অস্ত্র সস্তে সজ্জিত হয়ে আমার জমির ধান কেটে নেয় সাইনবোর্ড উপড়ে ফেলে কোর্টের আদেশ অমান্য করে। কোথায় এত শক্তি পায় খুঁটির জোর কোথায়। ধান চাষ ও ধান কাটার সময় হলে বটিয়াঘাটার এই জন পথ উত্তপ্ত পরিস্থিতি হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।