শেখ খায়রুল ইসলাম,পাইকগাছা প্রতিনিধি || মনির উদ্দিন-অনির্বাণ শিক্ষা বৃত্তি ২০২৪ প্রদানের লক্ষ্যে গতকাল শুক্রবার অনির্বাণ লাইব্রেরির অধ্যাপক কালিদাস চন্দ্র মিলনায়তনে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম ও ১০ম শ্রেনীর মেধাবী প্রায় শতাধিক শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করে।অনির্বাণ লাইব্রেরী ভবনে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে।উল্লেখ্য অনির্বানের সম্মানিত দাতা সদস্য কেশবপুর, যশোরের জনাব হায়াতুজ্জামান মুকুল তার পিতা বীর মুক্তিযোদ্ধা এবং বিশিষ্ট শিক্ষক জনাব মনির উদ্দিনের নামে এই শিক্ষা বৃত্তি চালু করেছেন।
নবম এবং দশম শ্রেণীর মেধাবী ছাত্র-ছাত্রীরা প্রতিবছর এই পরীক্ষার অংশগ্রহণ করে।সম্মানিত দাতা সদস্য জনাব হায়াতুজ্জামান মুকুলের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনির্বাণের স্বপ্নদ্রষ্টা জয়দেব কুমার ভাদ্র।পাশাপাশি যে সকল শিক্ষার্থীরা সাধারণ জ্ঞানের এই পরীক্ষায় অংশ নিয়েছে তাদের প্রতি শুভকামনা জানিয়েছেন
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।