পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || মহাকবি মাইকেল মধুসুদন দত্তের ২০০তম জন্মবার্ষিকী ও মধুমেলা ২০২৪ উদযাপন উপলক্ষে ১৯-২৭ জানুয়ারি ২০২৪ পর্যন্ত ০৯ (নয়) দিনব্যাপী সাগরদীড়িতে মধুমেলা অনুষ্ঠিত হবে। এ-লক্ষ্যে, প্রতিবারের মতো এবারও বিভিন্ন স্টল বিক্রয়ের উন্মুক্ত ডাক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মধুমেলায় কম্বল,কুটির শিল্প,বেলেজার,কসমেটিকস,জুতা, চশমা,ফাস্টফুড,চটপটি,হোটেল,চা,কফির স্টল বিক্রয়ের উন্মুক্ত ডাক শণিবার (১৩ জানুয়ারি) দুপুরে কেশবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
আগ্রহী ব্যক্তিগণ মেলার শর্তাদি পালন সাপেক্ষে স্টল ক্রয় করার জন্য হাজির হন। ক্রেতাদের শর্ত মেনে আবেদন করে উপজেলা নির্বাহী অফিসার-এর দপ্তরে জমা দেন এবং স্টল বরাদ্দ কমিটির উপস্থিতিতে আবেদন জমার ক্রমানুসারে ক্রেতাদের ডেকে নগদ অর্থে স্টল বরাদ্দ দেওয়া হয়।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ তুহিন হোসেন-এর সভাপতিত্বে স্টল বরাদ্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপপরিচালক (স্থানীয় সরকার) মোঃ রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক তুষার কুমার পাল (রাজস্ব), সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (রেভিনিউ ডেপুটি কালেক্টর-এস এ শাখা, আর এম শাখা, সিভিল স্যুট শাখা) সৈয়দা তামান্না হোরায়রাসহ উপজেলা কার্যালয়ের কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য,শর্তাদিগুলো হলো-স্টল গ্রহণ কারীকেই ব্যবসা করতে হবে এবং কোন প্রকার সাবলীজ দেয়া যাবেনা। সাবলীজ বা কোন প্রকার তঞ্চকী পরিলক্ষিত হলে স্টল বরাদ্দ বাতিল করা হবে। মেলা প্রাঙ্গনে সকল অশ্লীলতা এবং আইন শৃংখলা পরিপন্থি দ্রব্যাদি বিক্রয় পরিহার করতে হবে। মেলা প্রাঙ্গনটি সি সি ক্যামেরার আওতাভুক্ত থাকবে। বিদ্যুৎ বিল নিজস্বভাবে পরিশোধ করতে হবে। মেলা পরিপন্থি বা আইন শৃংখলা পরিপন্থি কোন কার্যক্রম বা যন্ত্রপাতি পরিলক্ষিত হলে তাৎক্ষণিক বরাদ্দ বাতিল করা হবে।স্টল গ্রহণের ক্ষেত্রে ধার্যকৃত অর্থ নগদ পরিশোধ করতে হবে।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।