খুলনার খবর || খুলনার দিঘলিয়া উপজেলার ব্রহ্মগাতী সরদারপাড়ায় অবস্থিত জামিয়া ইসলামিয়া ওমর ইবনে খত্তাব (রা:) কওমি মাদ্রাসায় ১৬ জানুয়ারী মঙ্গলবার ২৪ সালের নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু উপলক্ষ্যে ছাত্র-ছাত্রীদের চকলেট এবং ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।
হাড় কাঁপানো শীত উপেক্ষা করে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নতুন বছরে নতুন ক্লাসে অংশগ্রহণ করতে আসে শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের সঙ্গে আসে তাদের অভিভাবকেরাও।
সকাল ১০টায় মাদ্রাসা কমিটির সভাপতি আলহাজ্ব সরদার ইসরাইল হোসেনের সভাপতিত্বে এবং প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি গোলামুর রহমান এর উপস্থিতিতে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর বাজার মসজিদের পেশ ইমাম ও খতিব এবং গোয়ালখালী ক্যাডেট স্কিম মাদ্রাসার শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতী রশীদ আহমদ (দা:বা:) মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আলহাজ্ব সরদার কাওসার আলী,মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, জামিয়া ইসলামিয়া ইবনে খত্তাব (রা:) কওমি মাদ্রাসার মুহতামিম শেখ আশরাফুল করিম,ব্রহ্মগাতী দক্ষিণপাড়া জামে মসজিদ এর খতিব ও উক্ত মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম,হাফেজ একরামুল হোসেন, সুতীরকুল বাজার মসজিদের খতিব মাওলানা ফেরদাউস, স্টার ২ নাম্বার গেটের মাস্টার মোঃ সোহেলসহ আরো অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শুরুতে ছোট ছোট সোনামণি ছাত্র-ছাত্রীবৃন্দ পবিত্র কোরআন থেকে তেলাওয়াত,হামদ,নাথ ও গজল পরিবেশন করে।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাস্টার সোহেল,হাফেজ একরামুল হোসেন,মাদ্রাসার সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা মুজাহিদুল ইসলাম,মাদ্রাসার মুহতামিম শেখ আশরাফুল করিম ,বিশিষ্ট সাংবাদিক ওয়াহিদ মুরাদ,শায়খুল হাদিস হযরত মাওলানা মুফতী রশীদ আহমদ এবং প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি গোলামুর রহমানসহ আরও অনেকে।
অজানাকে জানা এবং নতুন কিছু শেখার মধ্য দিয়ে এই মাদ্রাসার শিক্ষার্থীদের প্রথম দিনের মতো প্রতিটি দিনই হয়ে উঠুক আনন্দময় এবং সুশিক্ষায় শিক্ষিত হয়ে আদর্শ মানুষ হয়ে গড়ে উঠুক প্রতিটি শিক্ষার্থী এমনই প্রত্যাশা সকলের।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।