শরিফুল ইসলাম || খুলনা মহানগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ করার সিদ্ধান্ত বাতিলসহ পাঁচ দফা দাবি জানিয়েছে রিকশা-ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়ন।গত শনিবার (২৭ জানুয়ারি) খুলনা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করে তারা এই দাবি জানান।এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।পরে সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে নগরীর গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে শ্রমিকেরা।
এসময় শ্রমিকেরা জানান,খুলনা মহানগরীতে রিকশা শ্রমিক, রিকশা মালিক, সংশ্লিষ্ট গ্যারেজ মালিক, যন্ত্রাংশ প্রস্তুতকারী এবং তাদের পরিবারের ওপর নির্ভরশীল পরিবারের সংখ্যা প্রায় ২০ হাজার। সম্প্রতি খুলনা সিটি করপোরেশন কর্তৃপক্ষ ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দিয়েছে। কেসিসির কর্মীরা রিকশার ব্যাটারি ও মোটর খুলে নিয়ে ভেঙে ফেলছে। এতে হাজার হাজার শ্রমিক ও মালিক আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এসময় শ্রমিকেরা ৫ দফা দাবির কথা জানায়, এর মধ্যে রয়েছে বিকল্প কর্মসংস্থান ছাড়া ব্যাটারিচালিত রিকশা-ভ্যান উচ্ছেদ ও হয়রানি বন্ধ করা, আটক সব রিকশা-ভ্যানের ব্যাটারি ও মোটরসহ ফেরত দেয়া,প্রয়োজনীয় নীতিমালা প্রণয়ন করে ব্যাটারিচালিত বাহনের লাইসেন্স প্রদান করা, বিশেষজ্ঞ নিয়োগ করে রিকশার জন্য যথোপযুক্ত ডিজাইন ও নিরাপদ ব্রেক পদ্ধতি নিশ্চিত করা,নগরীর প্রধান সড়কে রিকশার জন্য আলাদা লেন নির্মাণ করা,ইজিবাইক ও ব্যাটারি চালিত রিকশার লাইসেন্স প্রদান,বর্ধিত রেকার চার্জ প্রত্যাহার এবং চালকদের ওপর হয়রানি নির্যাতন বন্ধ করা।
বিক্ষোভ সমাবেশ ও মিছিলে রিকশা-ভ্যান ইজিবাইক শ্রমিক ইউনিয়নের হাজার হাজার শ্রমিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।