খুলনার খবর || মহান একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে খুলনা জেলার দিঘলিয়া উপজেলার ঐতিহ্যবাহী আলহাজ্ব সারোয়ার খাঁন কলেজে প্রভাতফেরী,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৭টায় কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে শুরু হয়ের্্যালিটি এলাকার প্রধান সড়ক শেষে কলেজ ক্যাম্পাসে এসে শেষ হয়।র্্যালি শেষে কলেজে অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেনের নেতৃত্বে বিএনসিসি স্কাউট গার্লস গাইড,রেঞ্জার ও কলেজের শিক্ষক কর্মচারীদের সমন্বয় শহীদ মিনারে পুষ্প মাল্য অর্পণ করা হয়।
সকাল সাড়ে নয় টার দিকে কলেজের সেমিনার কক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আলতাফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন কলেজের সাবেক শিক্ষক প্রতিনিধি পারভীন সুলতানা,সরকারি অধ্যাপক শহিদুল ইসলাম ও হিসাব রক্ষক শরিফুল ইসলাম তরফদার।
কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক শেখ মোঃ মনিরুল হক বাবুল ও অধ্যাপক মোঃ আমিনুল ইসলাম। শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা করেন সোহাগী খাতুন।একুশের সঙ্গীত পরিবেশন করেন শিক্ষার্থী মোঃ ইমরান শেখ।শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।