1. info@www.khulnarkhobor.com : khulnarkhobor :
মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ১১:৫৭ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি/বিজ্ঞাপন
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) নীচতলা,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
ডুমুরিয়ায় তারুণ্য উৎসবে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত কালিগঞ্জ কৃষ্ণনগরে সাংবাদিক মিজানুরের জানাযা ও দাফন সম্পূর্ণ সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা সদরে দিন-দুপুরে দুর্ধর্ষ চুরি ভারতে পালানোর সময় ঢাকার ছাত্রলীগ নেত্রী বেনাপোলে আটক আলোচিত ছাত্রলীগ নেত্রী নিশি সাতক্ষীরায় গ্রেপ্তার কুয়েট জব ফেয়ারের উদ্বোধন,শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ মসজিদের ইমাম ও ছাত্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করলেন আজিজুল বারী হেলাল দিঘলিয়ায় তারুণ্যের উৎসব উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দিঘলিয়া ইউনিয়ন শিক্ষা উপদেষ্টা: ফেব্রুয়ারির মধ্যে সব বই হাতে পাবে শিক্ষার্থীরা আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য এডভোকেট পলাশ সহ ৮ আইনজীবীকে কারাগারে প্রেরণ কেপিআই সাবেক ছাত্রদল ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সুন্দরবনে দিন দিন বাড়ছে হরিণ শিকারের মহোৎসব ফকিরহাটে শীতবস্ত্র বিতরণ মোংলা বন্দরে শুল্কমুক্ত সুবিধায় আনা সাবেক তিন এমপির গাড়ি নিলামে পুলিশের প্রতি জনগণের প্রত্যাশা পূরণে খুলনা মেট্রোপলিটন পুলিশের নতুন উদ্যোগ সাতক্ষীরার আশাশুনিতে বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের লাশ ময়নাতদন্তে আদালতের নির্দেশ ভারতে যাওয়ার সময় দুই বাংলাদেশী আটক এইচএমপি ভাইরাস নিয়ন্ত্রণে ৭ নির্দেশনা, সতর্কতা জারি- স্বাস্থ্য অধিদপ্তর দিঘলিয়ায় ওয়ার্ড বিএনপি’র শৃঙ্খলা রক্ষার প্রস্তুতি সভা সশস্ত্র বাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ বাড়লো আরও ৬০ দিন

নানা অনিয়মের মধ্যে চলছে কালিয়ারই এসবিএল মাধ্যমিক বিদ্যালয়

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯০ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ,কেশবপুর,যশোর || কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ইউনিয়নে নানা অনিয়মের মধ্যে চলছে কালিয়ারই (শ্রীফলা, বাউশলা, লালপুর) এসবিএল মাধ্যমিক বিদ্যালয়। অভিযোগসূত্রে জানা যায়, রাজনৈতিক ক্ষমতার দাপট দেখিয়ে বিদ্যালয়ে না যেয়ে বেতন ভাতা উত্তোলন করেন প্রধান শিক্ষক এস,এম মনজুর রহমান। মাঝেমধ্যে ১৫ দিন এবং মাঝেমাঝে সাতদিন অন্তর বিদ্যালয়ে এসে একসাথে স্বাক্ষর করেন। বিদ্যালয়ে না গিয়েই তিনি দীর্ঘদিন ধরে বেতন ভাতার সরকারি অংশ অবৈধভাবে উত্তোলন করে চলেছেন। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে বিদ্যালয়ের করণিক আজিবর রহমান মাতব্বর হিসেবে কাজ করেন। তার অধীনে চলতে হয় শিক্ষকদের। এনিয়ে শিক্ষকসহ অভিভাবকদের মাঝে তীব্র ক্ষেভের সৃষ্টি হয়েছে।

গত ১ ফেব্রুয়ারী বার্ষিক পিকনিকের দিনে বাসের মধ্যে শিক্ষক আনিসুর রহমানকে শারীরিকভাবে লাঞ্চিত করেন এবং স্কুলে যেয়ে হাত-পা ভেঙে দেবেন বলে হুমকি দেন আজিবর রহমান। প্রধান শিক্ষকের দায়িত্বে অবহেলার কারণে বিদ্যালয়ের পরিচ্ছন্নতা কর্মী আমিনুর রহমানকে দিয়ে শ্রেণী কক্ষের পাঠদান করানো হচ্ছে। এনিয়ে শিক্ষক কর্মচারীদের মাঝে তীব্র ক্ষোভ বিরাজ করলেও প্রধান শিক্ষক ক্ষমতাসীন দলের নেতা ও চেয়ারম্যান হওয়ায় ভয়ে কেউ মুখ খুলতে সাহস পান না। এসএমসি গঠনের নীতিমালা লঙ্ঘন করে অভিভাবকদের না জানিয়ে অপকৌশলে কমিটি করে জমা দিয়েছেন প্রদান শিক্ষক। বিদ্যালয়ের বিভিন্ন পদে নিয়োগ দিয়ে জোরপূর্বক বিদ্যালয়ের নামে জমি লিখে নিয়েছেন এবং জমি লিখিয়ে নেওয়ার জন্য চাপ সৃষ্টি করে চলেছেন।

জানা গেছে, ২০২১ সালের ১ নভেম্বর সুফলাকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুনজুর রহমান কালিয়ারই এসবিএল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন। যোগদানের শুরুতেই তিনি ধন্যাঢ্য হওয়ায় নিজ অর্থে বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেসসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করে নিজে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে শিক্ষা দানে কোমলমতি শিশুদের কৌশলে বঞ্চিত করেছেন। বিদ্যালয়ের নৈশ প্রহরী রজব আলী সন্ধ্যার সময় বিদ্যালয়ে লাইট জ্বালিয়ে বাজারে ব্যবসা করেন আর সারারাত বিদ্যালয়ে যান না এবং কোন রাত বিদ্যালয়ে অবস্থান করেন না। উল্লেখ্য, বিদ্যালয়ে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) মিটিং-এর মধ্যে প্রতিষ্ঠাতা সদস্য মকবুল পাড়কে প্রধান শিক্ষক কতৃক অপমানিত করা হয়েছে বিষয়ে বর্তমান সভাপতি আব্দুল আজিজ-এর 01975743704 নম্বর ফোনে জানতে চাইলে তিনি বলেন,”প্রধান শিক্ষকের সাথে তার কথা-কাটাকাটি হয়েছে। আর ইউএনও অফিসে কে বা কারা একটি অভিযোগ দিয়েছেন বলে জানি।”
এহেন পরিস্থিতিতে জরুরী ভিত্তিতে সরেজমিনে তদন্ত পূর্বক অবৈধ কমিটি বাতিল করে সরকারি বিধি মোতাবেক নতুন কমিটি গঠন, করণিক আজিবর রহমান কর্তৃক শিক্ষক আনিচুর রহমানের লাঞ্ছিত করার বিচার, প্রধান শিক্ষকের যোগদানের পর থেকে এ পর্যন্ত বিদ্যালয়ে আগমন ও প্রস্থানের অনিয়মের সরকারি বিধি মোতাবেক সকল অনিয়ম গুলোর বিচারসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনার জন্য শণিবার (২৫ ফেব্রুয়ারী-২৪) কেশবপুর উপজেলা নির্বাহী অফিসারের নিকট জোর দাবী জানিয়েছেন এলাকাবাসী ও অভিভাবকবৃন্দের মধ্যে মকবুল পাড়, আঃ সাত্তার, মনিরুল ইসলামসহ ৫১২ জন।
এ বিষয়ে 01712523374 নম্বর ফোনে বুধবার ৫:২১ টায় জানতে চাইলে প্রধান শিক্ষক এস এম মুনজুর রহমান মোবাইল ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তুহিন হোসেন বলেন, এলাকাবাসির অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

youtube

https://youtube.com/@khulnarkhobor?si=v3cvg3zJmM54JYRa

Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।