মুহাম্মাদ ফরহাদ মোল্লা,রূপসা প্রতিনিধি || রূপসা রূপসায় পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ৩ ছাত্রকে পিটিয়ে আহত করেছে দুর্বৃত্তরা।
জানা যায় বামনডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের কিছু ছাত্র ও বহিরাগত ১৫/২০ জন বকাটে মিলে পিঠাভোগ স্কুলের ছাত্ররা ইজিবাইকে করে বাড়ী ফেরার পথে গাড়ীর গতিরোধ করে গাড়ী থেকে নামিয়ে ফিল্মিস্টাইলে মারপিট করে গুরুতর আহত করে। পরবর্তীতে সহপাটিরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
সরেজমিনে গিয়ে ও খোজখবর নিয়ে জানা যায় আহতরা সবাই পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা গুরুতর তারা হলেন মোহাম্মদ আলী শিকদার,সৌরব ও অপি কুশারী। বাকিরা প্রথমিক চিকিৎসা নিয়ে বাড়ী ফেরত গেছে।
ঘটোনা শোনার সাথে সাথে আহতদের দেখতে ছুটে আসেন রূপসা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম,উপজেলা একাডেমিক সুপার ভাইজার নিত্যানন্দ মন্ডল,কেন্দ্র সচিব আহসান উল্লাহ,প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়, শিক্ষক শ্যমল কুমার দাস,নৃপেন্দ্রনাথ রায় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের পরিচালনা পরিষদের সদস্য ও অভিবাবক বৃন্দ।
এব্যপারে পিঠাভোগ ডিজিসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ পদ রায়ের নিকট জানতে চাইলে তিনি বলেন আমার বিদ্যালয়ের শিক্ষার্থীদের বহিরাগত বকাটেরা মারপিট করে আহত করেছে এবং এরা মেয়েদের উৎতাক্তসহ পরীক্ষা কেন্দ্রের সামনে নানা ধরনের বেআইনি কাজ করে আইনশৃংখলা বাহিনীর প্রতি জোর দাবী জানাচ্ছি বহিরাগত বকাটেদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির ব্যবস্থা করা হোক। তাছাড়া শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, কেন্দ্র সচিব আহসান উল্লাহ জানান মারামারির ঘটোনা অত্যান্ত দুঃখ জনক,তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়া হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আইরিন পারভীন জানান, আমি মারামারির ঘটোনা শুনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছি, অপরাধী যেই হোক ছাড় পাবে না। উপজেলা নির্বাহী অফিসার কোহিনূর জাহান বলেন অপরাধী যেইহোক তাকে আইনের আওতায় আনা হবে কোন ভাবে ও অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
Copyright © 2022 KhulnarKhobor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।